Khardaha – Shyamsunder Temple

Khardaha Shyamsunder Temple

The temple of Sri Sri RadhaShyamSundar is on the east bank of the Ganges, two miles west of Khardaha railway station in the district of North-24 Parganas.Thakur once came from Dakshineswar with one of the descendants of Prabhu Nityananda Goswami and enjoyed SriVigraha Darshan (auspicious sight of the deity) and Prasad (food distributed after having offered to the deity).

Sri Sri Shyamsundar Jiu at Khardah

খড়দহ মন্দিরে শ্রীশ্রী শ্যামসুন্দর জীউ-এর বিগ্ৰহ

খড়দহ শ্যামসুন্দর মন্দির

উত্তর-চব্বিশ পরগণা জেলার খড়দহ রেলস্টেশন হইতে দুই মাইল পশ্চিমে গঙ্গার পূর্বকূলে শ্রীশ্রীরাধাশ্যামসুন্দরের মন্দির। ১৮৭৪ খ্রীষ্টাব্দের ২৯ শে জুলাই ( ১২৮১ বঙ্গাব্দের ১৪ই শ্রাবণ ) ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার দক্ষিণেশ্বর হইতে নৌকায় প্রভু নিত্যানন্দ বংশীয় পন্ডিত যাদব কিশোর গোস্বামীর সহিত খড়দহে আগমন করিয়া শ্রীশ্রীশ্যামসুন্দর জীউয়ের শ্রীবিগ্রহ দর্শন করিয়াছিলেন এবং রাসখোলা রোডে তাঁর গৃহে (বালাখানা বাড়ি)পদাৰ্পণ করিয়া শ্রী শ্রী শ্যামসুন্দর জীউয়ের প্রসাদী ভোগ গ্রহণ করিয়াছিলেন।

ঠিকানা : শ্যামসুন্দর মন্দির, গোস্বামীপাড়া, খড়দহ, জেলা- উত্তর চব্বিশ পরগনা

পথ নির্দেশ : বিটি রোডে খড়দহ থানার পাশ দিয়ে গঙ্গামুখী রাস্তাটির নাম থানা রোড। এই থানা রোড ধরে সরাসরি মোহিতমোহন গোস্বামী রোডের প্রায় সংযোগস্থলে গোস্বামী পাড়ার মধ্যে শ্রী শ্রী শ্যামসুন্দর জীউয়ের এই মন্দির।

To visit Shyamsundar Temple in Khardaha, Thakur Sri Ramakrishna came by boat from Dakshineswar and alighted at Raskhola Ghat.

শ্যামসুন্দর মন্দিরে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নৌকাযোগে আসিয়াছিলেন এবং রাসখোলা ঘাটে নামিয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *