House of Keshab Sen-Lily Cottage ‘Lily Cottage’ (Kamal Kutir)
The house is located at the corner of Mechuabazar and Circular Road. Thakur came here several times. Keshab Chandra used to receive Sri Sri Thakur in the Thakur Ghar (room meant for worshipping) on the first floor of this house. On camera, the first picture of Thakur standing in Samadhi (divine ecstasy) was photographed in this very house on 21st September,1879.
It is mentioned in Kathamrita that Sri Ramakrishna visited Keshab Chandra’s house on 28th November 1883, when Thakur mentioned that on the previous occasion of his illness, he had prayed to the Siddheshwari Kali of Thanthania for his recovery. In Kathamrita as well as in SriSri Ramakrishna Lilaprasanga, information on Thakur’s various visits to Kamal Kutir are available.
Presently, several new structures have been built in the courtyard of Lily cottage, where a college for higher education of girls is operational under the name Victoria Institution. There is also a hostel and high school running in this location.
Current address of the house is 78/B, Acharya Prafulla Chandra Road, Rajabazar, Kolkata-9.
রাজাবাজার – কেশব চন্দ্র সেনের বাড়ি — ‘লিলি কটেজ’ (কমল কুটির)
মেছুয়াবাজার ও সারকুলার রোডের মোড়ে ইহা অবস্থিত। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কয়েকবার আসিয়াছিলেন। এই বাড়ির উপরের ঠাকুর ঘরে শ্রীশ্রীঠাকুরকে কেশব সমাদরে বসাইতেন। এইখানেই ১৮৭৯ সালের ২১ শে সেপ্টেম্বর, শ্রীশ্রীঠাকুরের দণ্ডায়মান অবস্থায় সমাধিস্থের আলোকচিত্রটি গৃহীত হইয়াছিল। ১৮৮৩ সালের ২৮শে নভেম্বর, অসুস্থ কেশব চন্দ্র সেনকে তাঁর রাজাবাজারের এই বাড়িতে (কমলকুটিরে) তাঁর সহিত দেখা করিতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন যে পূর্বে তাঁর (কেশবচন্দ্র সেনের) অসুস্থতার সময় তিনি নিকটবর্তী ঠনঠনিয়ার ৺সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তাঁর সুস্থতা কামনা করিয়া ডাব-চিনি মানত করিয়াছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত এবং শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ গ্রন্থে কেশব চন্দ্র সেনের এই কমলকুটিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে নানা তথ্য পরিবেশিত হইয়াছে। বর্তমানে এই কমল কুটিরের বিশাল প্রাঙ্গনে নবনির্মিত অনেকগুলি বাড়িগুলিতে মহিলাদের শিক্ষার জন্য ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের অন্তর্গত মহিলাদের কলেজ, বালিকাদের হাই স্কুল এবং হস্টেল হইয়াছে।
ঠিকানা : ৭৮/বি, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, রাজাবাজার, কলিকাতা-৯
পথনির্দেশ : মধ্য কলকাতার রাজাবাজার ট্রাম ও বাস ডিপোর বিপরীত দিকে অবস্থিত।
This is the First photo of Thakur Sri Ramakrishna
which was taken at Sri Keshav Sen’s house Lily Cottage (Kamal Kutir) on 21st September 1879
Keshab Chandra Sen (19th November 1838 – 8th January 1884)
কেশব চন্দ্র সেন (১৯শে নভেম্বর ১৮৩৮ – ৮ই জানুয়ারি ১৮৮৪)