Kashidham

Kashidham

It is mentioned in the Kathamrita that Sri Sri Thakur went on pilgrimage to Kashi twice. Once in 1863, he visited with his mother, Sri Ram Chatterjee and a few sons of Mathurbabu. At that time the railway journey to Kashi had just started. This was within 5/6 years of Sri Sri Thakur’s start of Yogic Sadhana (spiritual practice) when he used to be either in the state of Samadhi (a state of meditative consciousness) or immersed in divine intoxication. Mathurbabu and his wife Jagdamba were with him during his second visit to Kashi in the year 1868. Hriday also went with him. In this visit, Mathurbabu had brought more than one hundred people with him. They stayed in two rented houses near Kedar Ghat. Sri Sri Thakur had vision of Kashi Dham built of pure gold that appeared as Golden-Kashi.

কাশীধাম

শ্রীশ্রীঠাকুর দুইবার এই তীর্থে আগমন করিয়াছিলেন কথামৃতে উল্লিখিত আছে। একবার ১৮৬৩ খ্রীষ্টাব্দে। সঙ্গে তাঁহার মা, শ্রীরাম চাটুজ্যে ও মথুরবাবুর কয়েকজন পুত্র। সে সময় কাশী পর্যন্ত রেলপথে যাতায়াত সবে শুরু হইয়াছে। শ্রীশ্রীঠাকুরের তখন সাধনাবস্থার ৫/৬ বৎসরের মধ্যে। সে সময় তিনি প্রায়ই সমাধিস্থ অথবা ভাবে মাতোয়ারা হইয়া থাকিতেন। ১৮৬৮ খ্রীষ্টাব্দে দ্বিতীয়বার ৺কাশী দর্শনকালে সঙ্গে মথুরবাবু ও তাঁহার স্ত্রী জগদম্বা দাসী ছিলেন। হৃদয়ও সঙ্গে ছিলেন। এ সময়ে মথুরবাবু তাঁহার সঙ্গে শতাধিক ব্যক্তিকে লইয়া আসিয়াছিলেন। কেদার ঘাটের নিকট দুইটা ভাড়া বাড়িতে তাঁহারা ছিলেন। শ্রীশ্রীঠাকুর ভাবচক্ষে ৺কাশীধামকে স্বর্ণময়রূপে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *