Kankurgachhi Surendranath Mitra’s Udyanbati

Kankurgachhi Surendranath Mitra’s Udyanbati

Address: Near CIT Road, Phoolbagan, Kankurgaachi, Kolkata -54

After visiting Rambabu’s Udyanbati (garden house), Sri Sri Thakur came here on 26th December 1883. At present, residential houses have been built in this place. On 15th June 1884, during a religious festival in this garden house, Thakur with the devotees was listening to Samkirtan (community singing of hymns) and went into ecstasy. There is a detailed description of it in Kathamrita.
 

কাঁকুড়গাছি সুরেন্দ্রনাথ মিত্রের উদ্যানবাটি-

ঠিকানা: CIT রোডের কাছে, ফুলবাগান, কাঁকুড়গাছি, কলকাতা -54

শ্রীশ্রীঠাকুর ২৬-১২-১৮৮৩ তারিখে রামবাবুর উদ্যানবাটী হইয়া এখানে আসিয়াছিলেন। বর্তমানে এইস্থানে সাধারণের বসতি স্থাপন হইয়াছে। ১৫-৬-১৮৮৪ খ্রীষ্টাব্দে এই বাগানে মহোৎসবে ভক্তগণসঙ্গে শ্রীশ্রীঠাকুর সংকীর্তন শ্রবণ করিয়া ভাবাবিষ্ট হইয়াছিলেন। ইহার বিস্তৃত বর্ণনা কথামৃতে আছে।

Surendra Nath Mitra

Lay Disciple of Sri Ramakrishna

Surendranath Mitra
(1850 – 25th May 1890)

সুরেন্দ্রনাথ মিত্র
(১৮৫০ – ২৫শে মে ১৮৯০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *