Kankurgachhi Surendranath Mitra’s Udyanbati

Kankurgachhi Surendranath Mitra’s Udyanbati

After visiting Rambabu’s Udyanbati (garden house), Sri Sri Thakur came here on 26th December 1883. At present, residential houses have been built in this place. On 15th June 1884, during a religious festival in this garden house, Thakur with the devotees was listening to Samkirtan (community singing of hymns) and went into ecstasy. There is detailed description of it in Kathamrita.
 

কাঁকুড়গাছি সুরেন্দ্রনাথ মিত্রের উদ্যানবাটি-

শ্রীশ্রীঠাকুর ২৬-১২-১৮৮৩ তারিখে রামবাবুর উদ্যানবাটী হইয়া এখানে আসিয়াছিলেন। বর্তমানে এইস্থানে সাধারণের বসতি স্থাপন হইয়াছে। ১৫-৬-১৮৮৪ খ্রীষ্টাব্দে এই বাগানে মহোৎসবে ভক্তগণসঙ্গে শ্রীশ্রীঠাকুর সংকীর্তন শ্রবণ করিয়া ভাবাবিষ্ট হইয়াছিলেন। ইহার বিস্তৃত বর্ণনা কথামৃতে আছে।

Surendra Nath Mitra

Lay Disciple of Sri Ramakrishna

Surendranath Mitra
(1850 – 25th May 1890)

সুরেন্দ্রনাথ মিত্র
(১৮৫০ – ২৫শে মে ১৮৯০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *