Master Mahasay’s rented house was in the above lane
মাস্টার মহাশয়ের ভাড়া বাড়ি উপরের এই রাস্তায় ছিল
Kambuliatola – Master Mahasay’s rented House
Address: near Shyambazar Street , Kolkata -5
কম্বুলিয়াটোলা – মাস্টার মহাশয়ের ভাড়া বাড়ি
ঠিকানা: শ্যামবাজার স্ট্রিটের কাছে, কলকাতা-৫
লীলাপ্রসঙ্গে গুরুভাব পূর্বার্ধ (ঝামাপুকুরে) ১ম অধ্যায়ে শ্রীশ্রীঠাকুরের এখানে আসার কথা আছে। সেদিন কয়েকজন মহিলা ভক্ত দক্ষিণেশ্বরে তাঁহার দর্শনে গিয়াছিলেন। সেখানে দর্শন না পাইয়া এই বাড়িতে আসিয়া শ্রীশ্রীঠাকুরের দর্শনলাভপূর্বক তাঁহার সহিত কথাবার্তা বলিয়া ধন্যা হইয়াছিলেন। শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে জলযোগ ও আহারাদি করিয়া সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া যান।