Kambuliatola: Master Mahasaya’s Rented House

Master Mahasay’s rented house was in the above lane
মাস্টার মহাশয়ের ভাড়া বাড়ি উপরের এই রাস্তায় ছিল

Kambuliatola – Master Mahasay’s rented house

It has been mentioned in the first chapter of Gurubhab (Jhamapukur) in ‘Leela Prasanga’ that Sri Sri Thakur visited this house. On that day some female devotees went to pay homage to him in Dakshineswar. Since he was not there, they came to this house and felt blessed by meeting and talking to him. Sri Sri Thakur returned to Dakshineswar after taking  sweets and having meal here.

কম্বুলিয়াটোলা – মাস্টার মহাশয়ের ভাড়া বাড়ি

লীলাপ্রসঙ্গে গুরুভাব পূর্বার্ধ (ঝামাপুকুরে) ১ম অধ্যায়ে শ্রীশ্রীঠাকুরের এখানে আসার কথা আছে। সেদিন কয়েকজন মহিলা ভক্ত দক্ষিণেশ্বরে তাঁহার দর্শনে গিয়াছিলেন। সেখানে দর্শন না পাইয়া এই বাড়িতে আসিয়া শ্রীশ্রীঠাকুরের দর্শনলাভপূর্বক তাঁহার সহিত কথাবার্তা বলিয়া ধন্যা হইয়াছিলেন। শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে জলযোগ ও আহারাদি করিয়া সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *