House of Gopal Ma – Kamarhati Radhakrishna Temple of Govinda Dutta
Gopal Ma used to live in this temple in Kamarhati established by Govinda Chandra Dutta of Pataldanga. She was regular in doing Japa (meditative repetition of a mantra or a divine name) and Dhyan (meditation) and taking bath in the Ganges. With great devotion she used to serve her Ishta-Devata (deity one worships) Gopal. At the age of 62 she met Sri Sri Thakur and was blessed by the vision of her Ishta-Devata. She had many other divine visions in the state of religious ecstasy. Thakur Sri Ramakrishna once went to Kamarhati with Rakhalchandra (Swami Brahmananda) and gracefully accepted Seva (to serve with devotion without any expectation of rerun) offered by Gopal Ma. Even prior to this, Thakur had come to this Thakurbari (temple) at the invitation of wife of Govinda Dutta.
গোপালের মার বাড়ি – কামারহাটী গোবিন্দ দত্তের রাধাকৃষ্ণ মন্দির
গোবিন্দ দত্তের রাধাকৃষ্ণ মন্দির — পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্তের এই ঠাকুর বাড়ি, কামারহাটীতে যেখানে গোপালের মা বাস করিতেন। তিনি এখানে নিয়মিত ধ্যান, জপ, গঙ্গাস্নানাদি এবং ইষ্ট দেবতা ৺গোপালের সেবা করিতেন। ৬২ বৎসর বয়সে শ্রীশ্রীঠাকুরের সাক্ষাতের পর তাঁহার ইষ্ট দর্শন ও ভাবে দিব্যদর্শনাদি হইয়াছিল। ঠাকুর রাখালচন্দ্রের (স্বামী ব্রহ্মানন্দের) সহিত একবার কামারহাটীতে গিয়া গোপালের মায়ের সেবা গ্রহণ করিয়াছিলেন। ইহার পূর্বেও দত্ত গৃহিণীর নিমন্ত্রণে ঠাকুর এই ঠাকুরবাড়িতে আসিয়াছিলেন।
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের চতুর্থ ভাগে , শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ গ্রন্থের চতুর্থ খন্ডের ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ে ও শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থের দ্বিতীয় ভাগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের গোপালের মা’র কামারহাটীর বাড়িতে ও সংলগ্ন দত্তদের ঠাকুরবাড়িতে দুইবার শুভাগমনের বিশদ বিবরণ পাওয়া যায়।
ঠিকানা : ৩, ঠাকুর দাস চ্যাটার্জী রোড, কামারহাটি, কলকাতা–৫৮
পথ নির্দেশ : বিটি রোডের উপর কামারহাটির সাগর দত্ত হাসপাতালের কাছে উত্তরে যে রাস্তাটি (গ্রাহাম রোড)পশ্চিমে গঙ্গার দিকে যাচ্ছে, সেই রাস্তায় এসে ডানদিকে নীলরতন অধিকারী রোড ধরে ঠাকুরদাস চ্যাটার্জী রোডের শেষ প্রান্তে পিতুলি ঘাট বা তিতলি ঘাটের কাছে বাম দিকে গঙ্গার তীরে এই মন্দির এবং মন্দিরের কাছেই ছিল গোপালের মায়ের বাড়ি যা বর্তমানে অবলুপ্ত।
Aghormani Devi (Gopaler Ma)
(1822 – 9th July 1906)
অঘোরমনি দেবী (গোপালের মা)
(১৮২২ – ৯ই জুলাই ১৯০৬)