Kalipada Ghosh’s House

Kalipada Ghosh’s House

20, Shyampukur Street. It has been mentioned in the Punthi (a book authored by Akshay Kumar Sen in the narrative poem form on the life and teachings Thakur Ramkrishna),  that Sri Sri Thakur visited this house. Once when Kalipada came to Dakshineswar, Sri Sri Thakur expressed his desire to go to Calcutta. Thakur with Kalipada left immediately for Calcutta by boat accompanied by Latu (Swami Adbhutananda).On the way, in midstream on river Ganga,Thakur bestowed grace on Kalipada by writing Mantra (sacred text) on his tongue and visited his house too. Commemorative service in remembrance of Sri Sri Thakur is held every year on the Shyama Puja day.

কালীপদ ঘোষের বাড়ি

২০, শ্যামপুকুর স্ট্রীট। এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর শুভাগমন করিয়াছিলেন পুঁথিতে উল্লিখিত আছে। দক্ষিণেশ্বরে একদিন কালীপদ উপস্থিত হইলে, শ্রীশ্রীঠাকুর কলিকাতায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখনই নৌকায় করিয়া ঠাকুর লাটুর সঙ্গে রওনা হন। পথে গঙ্গাবক্ষে কালীপদর জিহ্বায় মন্ত্র লিখিয়া দিয়া তাঁহাকে কৃপা করেন এবং তাঁহার বাড়িতে শুভাগমন করেন। ৺শ্যামা পূজা দিবসে প্রতি বৎসর এই বাড়িতে শ্রীশ্রীঠাকুরের স্মরণোৎসব হয়।

Thakur Sri Ramakrishna sat on above marble bench at Kalipada Ghosh’s house. The marble bench is on display at Art Gallery of Shyampukur Bati.

ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীপদ ঘোষের বাড়িতে উপরের মার্বেলের বেঞ্চে বসিয়াছিলেন। এই বেঞ্চটি ২৫শে অক্টোবর ২০০৬ সাল থেকে শ্যামপুকুর বাটীর আর্ট গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *