Kalinath Basu’s House
Address: 13/1, Bosepara Lane, Baghbazar Kolkata -700003
Sri Ramakrishna sanctified by his visit the residences of two prominent Brahmo devotee brothers- Dinanath Basu and Kalinath Basu in the Baghbazar area of North Kolkata, in the year 1877. Dinanath Basu, the elder brother of Kalinath Basu served as an attorney in the Supreme court, while Kalinath Basu served as a Police Superintendent.
The visit of Sri Ramakrishna to these two places has been recorded in “Reminiscensces of Swami Akhandananda Maharaj -First meeting with Sri Ramakrishna: Girish Chandra Ghosh” by Swami Prabhananda : ”Dinanaths youngest brother Kalinath Basu, police superintendent, was devotedly attached to Keshab Chandra Sen and at the latter’s instance had invited Sri Ramakrishna to his house. Sri Ramakrishna’s visit became an occasion of festivity. From there, Sri Ramakrishna visited the house of Dinanath Basu along with Hriday, in the company of Keshab and other Brahmo devotees.”
On that day, Sri Ramakrishna first visited Kalinath Basu’s house, from where he went to Dinanath Basu’s house upon invitation by the latter.
It would be pertinent to mention here that Kalinath Basu was physically present on 21st September 1879 at Kamal Kutir (Keshab Chandra Sen’s residence) – the day when the first photograph of Sri Ramakrishna was captured. Kalinath Basu can be seen in the photograph along with other Brahmo devotees.
However, these houses had to be razed down during the construction of Girish Avenue.
কালীনাথ বসুর বাড়ি
ঠিকানা : ১৩/১, বোসপাড়া লেন, বাগবাজার, কলিকাতা -৩
উত্তর কলকাতার বাগবাজার নিবাসী, ব্রাহ্মসমাজের অনুগামী বসু-ভ্রাতৃদ্বয় কালীনাথ ও দীননাথের পৃথক দুটি বাড়িতে একই দিনে ব্রাহ্মনেতা আচার্য কেশবচন্দ্র সেনের ব্যবস্থাপনায় ১৮৭৭ সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইয়াছিল। কালীনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দীননাথ ছিলেন কলকাতার সুপ্রীম কোর্টের অ্যাটনী,এবং কালীনাথ ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী (পুলিস সুপারিনটেনডেন্ট )।
এই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে জানা যায় স্বামী অখন্ডানন্দজী মহারাজের “স্মৃতি -কথা” গ্রন্থে | প্রথম দর্শনের পাদটীকায় উল্লেখিত আছে (পৃষ্ঠা ৩):
“দীন বোস – বাবু দীননাথ বসুর কনিষ্ঠ সহোদর কালীনাথ বসু (পুলিশের বড় কর্মচারী) শ্রীযুক্ত কেশব সেনের ভক্ত ছিলেন। কেশব বাবুই ঠাকুরকে কালী বাবুর বাড়িতে নিয়ে আসেন।
কালী বাবু বাড়িতে একটি ছোট রকম উৎসবের আয়োজন করেন সেখান থেকে দীননাথ বসু ঠাকুরকে তাঁর বাড়িতে নিয়ে আসেন। ঠাকুরের সঙ্গে হৃদয় প্রমুখ ভক্তগণ এবং ব্রাহ্মসমাজের অনেকে ছিলেন।”
ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইদিন প্রথমে কালীনাথের গৃহে শুভাগমন করিয়াছিলেন এবং এইখান হইতেই তিনি নিকটেই কালীনাথের জ্যৈষ্ঠ ভ্রাতা দীননাথ বসুর আমন্ত্রণে তাঁহার গৃহে পদার্পণ করিয়াছিলেন।
প্রসঙ্গত , এইখানে উল্লেখ করা যাইতে পারে যে ১৮৭৯ সালের ২১শে সেপ্টেম্বর কেশব চন্দ্র সেনের রাজাবাজারের বাড়ি কমলকুটিরে সমাধিস্থ অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের গৃহীত প্রথম আলোকচিত্রে অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত কালীনাথ বসুকেও দেখা যাইতেছিল।
নূতন রাস্তা গিরিশ অ্যাভিনিউ নির্মার্ণের সময় এই বাড়িটি ভাঙ্গা হইয়াছে। সেইজন্য, বর্তমানে এই বার্ড়িটির কোন অস্তিত্ব নাই।
