Joy Mitra’s Kalibari

Joy Mitra’s Kalibari

It is mentioned in certain books that Thakur visited devotee Joy Mitra’s Kripamoyee Kali Mandir on the banks of the Ganges in Barahanagar.

জয় মিত্র কালীবাড়ি

গঙ্গার ধারে বরাহনগরে ভক্তপ্রবর জয় মিত্রের কৃপাময়ী কালীমন্দিরে ঠাকুর শুভাগমন করিয়াছিলেন বলিয়া শ্রীম দর্শন গ্রন্থের পঞ্চদশ (১৫) ভাগের ২২তম অধ্যায়ে উল্লিখিত আছে। এই নবরত্ন কালী মন্দিরে পুজিতা দক্ষিণমুখী প্রস্তরময় দেবীর নাম ‘কৃপাময়ী’। মন্দির চত্বরে দ্বাদশটি শিবমন্দির। উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা বৃহৎ মন্দিরের অঙ্গনে প্রবেশপথের ফটকের উপর দুটি সিংহমূর্তি স্থাপিত।

ঠিকানা : ৩৯,হরকুমার ঠাকুর স্ট্র্যান্ড, বরানগর, কোলকাতা-৩৬

পথনির্দেশ : বরানগরে গঙ্গার ধারে কুঠিঘাটের উত্তর দিকের রাস্তাটির নাম হরকুমার ঠাকুর স্ট্র্যান্ড। এই রাস্তায় কিছুটা এগিয়ে গেলে রাস্তার ডান দিকে বরানগর পুলিশ থানার কিছু উত্তরে ডান দিকে এই মন্দির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *