Jhamapukur Chatuspathi (Sanskrit school for teaching the four Vedas)
ঝামাপুকুর চতুস্পতি (চারটি বেদ শেখানোর জন্য সংস্কৃত স্কুল)
১৮৫২ খ্রীষ্টাব্দে ঝামাপুকুরে ছাত্রদের পড়াইবার জন্য রামকুমার (ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা) এই টোল বা চতুষ্পাঠী স্থাপন করেন। সাংসারিক অভাব অনটনের জন্য তাঁহাকে কলিকতায় আসিয়া এই কাজ করিতে হইয়াছিল। বর্তমানে এই টোলের কোন অস্তিত্ব নাই। সেই ভিটাতেই রাধাকৃষ্ণের মন্দির স্থাপিত হইয়া নিত্যপূজা হয়। ঠিকানা — ৬১ নং বেচু চ্যাটার্জী স্ট্রীট, কলিকাতা-৯।