Jhamapukur Chatuspathi (Sanskrit school for teaching the four Vedas)
In the year 1853, Sri Ramkumar (Thakur’s elder brother) established this school (commonly known as ‘toll’ or ‘Chatuspathi’ in those days), and taught the students in the Jhamapukur area. He had to undertake this work to meet his family needs, as they had lost their father and Sri Ramkumar was practically the bread winner of the family. The toll (school) does not exist now. Instead, there is a Radhakrishna temple (Sri Shyamsundar Jiu) at the same location, and daily worship of the deity is performed.
Address – 61 Bechu Chatterjee Street, Kolkata-700009.
Directions: Opposite to the Thanthania Kali Mandir, the road on the eastern side is Bechu Chatterjee Street. On this very road, as one crosses Guruprasad Chowdhury Lane on the left and move a little further ahead, after 4-5 houses, on the left side is the Radhakrishna Temple, adjacent to which is the house of Govinda Chatterjee.
ঝামাপুকুর চতুষ্পাঠী (সংস্কৃত টোল)
১৮৫৩ খ্রীষ্টাব্দে ঝামাপুকুরে ছাত্রদের পড়াইবার জন্য রামকুমার (ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা) এই টোল বা চতুষ্পাঠী স্থাপন করিয়াছিলেন। সাংসারিক অভাব অনটনের জন্য তাঁহাকে কলিকাতায় আসিয়া এই কাজ করিতে হইয়াছিল। বর্তমানে এই টোলের কোন অস্তিত্ব নাই। সেই ভিটাতেই ৺রাধাকৃষ্ণের মন্দির (শ্রী শ্যামসুন্দর জীউয়ের মন্দির) স্থাপিত হইয়াছে এবং এই বিগ্রহের নিত্যপূজা হয়।
ঠিকানা — ৬১ নং বেচু চ্যাটার্জী স্ট্রীট, কলিকাতা- ৯
পথনির্দেশ : ঠনঠনিয়া কালী মন্দিরের বিপরীতে, পূর্বদিকের রাস্তা বেচু চ্যাটার্জ্জী স্ট্রীট, ওই পথেই বাম পার্শ্বে গুরুপ্রসাদ চৌধুরী লেনকে অতিক্রম করে খানিকটা অগ্রসর হইলে ৪-৫ টি বাড়ির পর বাম পার্শ্বে অবস্থিত এই ৺রাধাকৃষ্ণের মন্দির, যেখানে এক সময় ছিল সংস্কৃত টোল। এই ৺রাধাকৃষ্ণের মন্দিরের বিপরীত দিকের রাস্তাটি ঝামাপুকুর লেন।