Digambar Mitra’s House –
During his stay in Jhamapukur, Gadadhar used to worship Narayan in this house. That’s why he had to come here very often. Most parts oft this huge palace of Digambar Mitra have been sold. This house of Digambar Mitra is known as ‘Jhamapukur Rajbari’. Address: No. 1 Jhamapukur Lane, Kol-9.
রাজা দিগম্বর মিত্রের ঝামাপুকুর রাজবাড়ির ছবি
Picture of Raja Digambar Mitra’s Jhamapukur Rajbari
ঝামাপুকুর রাজবাটি: দিগম্বর মিত্রের প্রাসাদ বাড়ি
দিগম্বর মিত্রের বাড়ি — ঝামাপুকুরে অবস্থান কালে গদাধর এই বাড়িতে ৺নারায়ণ পূজা করিতেন। সেজন্য নিত্যই তাঁহাকে এখানে আসিতে হইত। দিগম্বর মিত্রের এই বিরাট প্রাসাদের অধিকাংশই বিক্রয় হইয়া গিয়াছে। দিগম্বর মিত্রের এই বাড়িটি ‘ঝামাপুকুর রাজবাড়ি’ নামে খ্যাত। ঠিকানা: ১ নং ঝামাপুকুর লেন, কলি-৯।