Jhamapukur Rajbati: Digambar Mitra’s Palatial House

Digambar Mitra’s House

While staying in Jhamapukur in 1852-1853 to 1855, Thakur Sri Ramakrishna (then Gadadhar) used to come to this house daily to worship Narayan Shila (Sridhar Jiu). Many parts of this huge palace of Digambar Mitra have now been sold out. This place is now more popularly known as ‘Jhamapukur Rajbari’. In the year 1979, ‘Jhamapukur Sri Sri Ramakrishna Sangha’ has been established in this Rajbari. At present, this Sangha is run by Ramakrishna-Vivekananda Bhavprachar Parishad of Belur Math.

Address: No. 1, Jhamapukur Lane, Kolkata – 700009

Directions: Just opposite to the Thanthania Kalibari in North Kolkata, the east side road is Bechu Chatterjee Street. Proceed a little on that road and enter Jhamapukur Lane on the right side of the road and within 2-3 minutes, the last house on the left side of that road is Jhamapukur Rajbari. Alternatively, one can enter Jhamapukur Lane from Keshav Chandra Sen Street, the first house on the right side is Jhamapukur Rajbari.

রাজা দিগম্বর মিত্রের ঝামাপুকুর রাজবাড়ির ছবি

Picture of Raja Digambar Mitra’s Jhamapukur Rajbari

ঝামাপুকুর রাজবাটি: দিগম্বর মিত্রের প্রাসাদ বাড়ি

১৮৫২-১৮৫৩ থেকে ১৮৫৫ সালে ঝামাপুকুর অঞ্চলে অবস্থানকালে গদাধর এই বাড়িতে ৺নারায়ণ শিলার (শ্রীধর জীউয়ের) পূজা করিতেন। সেই জন্য নিত্যই তাঁহাকে এখানে আসিতে হইত। দিগম্বর মিত্রের এই বিরাট প্রাসাদের অধিকাংশই বিক্রয় হইয়া গিয়াছে। দিগম্বর মিত্রের এই বাড়িটি ‘ঝামাপুকুর রাজবাড়ি’ নামে খ্যাত। ১৯৭৯ সালে এই ঝামাপুকুর রাজবাড়িতে প্রতিষ্ঠিত হইয়াছে  ‘ঝামাপুকুর শ্রীশ্রীরামকৃষ্ণ সংঘ’। বর্তমানে এই সংঘ রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ দ্বারা পরিচালিত রামকৃষ্ণ -বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত।

ঠিকানা: ১ নং , ঝামাপুকুর লেন, কলিকাতা- ৯।

পথ নির্দেশ : উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির বিপরীতে পূর্ব দিকের রাস্তা বেচু চ্যাটার্জী স্ট্রিট, সেই পথে খানিকটা অগ্রসর হইয়া পথের ডান দিকে ঝামাপুকুর লেনে প্রবেশ করিয়া পদব্রজে ২-৩ মিনিটের মধ্যেই ওই পথের বাম পার্শ্বের অন্তিম বাড়ি এই ঝামাপুকুর রাজবাড়ি; অথবা কেশব চন্দ্র সেন স্ট্রিট হইতে ঝামাপুকুর লেনে প্রবেশ করিলেই রাস্তার উপরেই ডান পার্শ্বের প্রথম বাড়ি এই ঝামাপুকুর রাজবাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *