Jhamapukur – Govinda Chatterjee’s House

Thakur Sri Ramakrishna at the age of sixteen or early seventeen in 1852-1853 first came to Calcutta and lived for a while in the above arrow-marked tiled hut.
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষোল-সতের বৎসর বয়সে ১৮৫২-১৮৫৩সালে কলিকাতায় আসিয়া প্রথমে তীর-চিহ্নিত এই টালির বাড়িতে কিছুদিন বসবাস করিয়াছিলেন।

Jhamapukur – Govinda Chatterjee’s House

Sri Ramakrishna (then Gadadhar) came to Jhamapukur in 1852-1853 at the age of sixteen or early seventeen and lived with his elder brother Ramkumar Chattopadhyay in this house for some time, when he used to worship the household deities. Adjacent to the house was Ramkumar’s Sanskrit school (Chatuspathi). Later, the Chatuspathi had been converted into Radhakrishna temple (Shyamsundar Jiu’s temple). The Radhakrishna idol of this temple used to be worshiped earlier by Thakur in Govinda Chatterjee’s house. More than century-and-half old tiled house exists even today and at present Govinda Chatterjee’s descendants stay in that old house. At the eastern end of this temple is the entrance to Govinda Chatterjee’s house.

Address: 61, Bechu Chatterjee Street, Kolkata-9.

Directions: Opposite to the Thanthania Kali Mandir, the road on the eastern side is Bechu Chatterjee Street. On this very road, as one crosses keeping Guruprasad Chowdhury Lane on the left and moves a little further ahead, after 4-5 houses, on the left side is the Radhakrishna Temple, adjacent to which is the house of Govinda Chatterjee.

ঝামাপুকুর – গোবিন্দ চ্যাটার্জির বাড়ি

জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চট্টোপাধ্যায়ের নির্দেশে কিশোর গদাধর (শ্রীরামকৃষ্ণ) ১৮৫২-১৮৫৩ সালে ষোল অথবা সতের বৎসর বয়সের প্রথম দিকে কলিকাতায় আসেন এবং রামকুমারের সহিত কিছুদিন এই বাড়িতে বাস করিয়া দেবদেবীর পূজা করিতেন। ঝামাপুকুর অঞ্চলে শতাব্দী প্রাচীন যে ৺রাধাকৃষ্ণের মন্দির (শ্যামসুন্দর জীউয়ের মন্দির) আজ বিদ্যমান, সেই মন্দিরের ৺রাধাকৃষ্ণ বিগ্রহ পূর্বে মন্দির সংলগ্ন গোবিন্দ চাটুজ্যের বাড়িতেই পূজিত হইতেন। বাড়িটি টালির চালার এবং অত্যন্ত পুরাতন। এই গৃহ-সংলগ্ন ছিল শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চট্টোপাধ্যায়ের সংস্কৃত টোল বা‌ চতুষ্পাঠী। সেই স্থানেই নির্মিত হইয়াছে এই ৺রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরের  পূর্ব প্রান্তে মন্দির সংলগ্ন গোবিন্দ চাটুজ্যের বাড়ির প্রবেশ পথ।

বাড়ির ঠিকানা : ৬১, বেচু চ্যাটার্জী স্ট্রীট, কলিকাতা -৯

পথনির্দেশ : ঠনঠনিয়া কালী মন্দিরের বিপরীতে, পূর্বদিকের রাস্তা বেচু চ্যাটার্জ্জী স্ট্রীট, সেই পথে, বামদিকে গুরুপ্রসাদ চৌধুরী লেনকে অতিক্রম করে খানিকটা অগ্রসর হইলে ৪-৫ টি বাড়ির পর বাম পার্শ্বে এই ৺রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দির-সংলগ্ন গোবিন্দ চাটুজ্যের বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *