Jaygopal Sen’s house
Mathaghasa Lane – Presently Ratan Sarkar Square, Bara Bazar
It is mentioned in Kathamrita that Thakur Sri Ramakrishna visited the house of Jaygopal Sen on 28-11-1883 in the evening and the householder devotees were extremely fortunate to listen to his spiritual talks and singing of Bhajan (devotional song). At his garden house in Belgharia at 8 BT Road, Thakur met and spoke to Keshav Chandra Sen.
Garden house of Jaygopal Sen at 8 B T Road and place of spiritual practice of Keshab Chandra Sen
জয়গোপাল সেনের বাড়ি
মাথাঘষা গলি — বর্তমানে রতন সরকার স্কোয়ার, বড় বাজার, ২৮-১১-১৮৮৩ তারিখে সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে ভক্তসঙ্গে শুভাগমন, ভগবৎ প্রসঙ্গ ও ভজন করিয়া গৃহস্থ ভক্তদের উৎসাহ দিয়াছিলেন — কথামৃতে ইহার উল্লেখ আছে। ইঁহার বেলঘরিয়ার উদ্যান বাটিতে (৮নং বি টি রোড) ঠাকুর উপস্থিত হইয়া কেশবচন্দ্র সেনের সহিত সাক্ষাৎ ও আলাপ করিয়াছিলেন।