Jaygopal Sen’s House – Bara Bazar

Jaygopal Sen’s house

Mathaghasa Lane – Presently Ratan Sarkar Square, Bara Bazar

It is mentioned in Kathamrita that Thakur Sri Ramakrishna visited the house of Jaygopal Sen on 28-11-1883 in the evening and the householder devotees were extremely fortunate to listen to his spiritual talks and singing of Bhajan (devotional song). At his garden house in Belgharia at 8 BT Road, Thakur met and spoke to Keshav Chandra Sen.

Garden house of Jaygopal Sen at 8 B T Road and place of spiritual practice of Keshab Chandra Sen

জয়গোপাল সেনের বাড়ি

২৮-১১-১৮৮৩ (২৮শে নভেম্বর ১৮৮৩) তারিখে সন্ধ্যায় ৭ ঘটিকায় শ্রীশ্রীঠাকুর বড়বাজারে তাঁর ব্রাহ্ম ভক্তদের অন্যতম জয়গোপাল সেনের এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন এবং ভক্তসঙ্গে, ভগবৎ প্রসঙ্গ ও ভজন করিয়া গৃহস্থ ভক্তদের উৎসাহ দিয়াছিলেন — (শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অখণ্ড সংস্করণ উদ্বোধন কার্যালয় পৃষ্ঠা ৩১০ – ৩১৬)। এই বাড়িতে শুভাগমনের পূর্বে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইদিন বৈকালে অসুস্থ কেশবচন্দ্র সেনকে দেখিতে তাঁর রাজাবাজারের বাড়ী ‘কমলকুটিরে’ গিয়াছিলেন। এটি ছিল কেশব চন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের শেষ সাক্ষাৎ। কারণ, এর কিছুদিনের মধ্যেই, ১৮৮৪ সালের ৮ই জানুয়ারী কেশব চন্দ্র সেন দেহত্যাগ করেন। এবং ঘটনাটি সমাপতন বলে মনে হবে, কারণ কেশব চন্দ্র সেনের সঙ্গে শেষ সাক্ষাতের দিনেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয়গোপাল সেনের উত্তর কলিকাতার বড়বাজার অঞ্চলের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন এবং এই জয়গোপাল সেনের বেলঘরিয়ার উদ্যানবাটিতে ‘তপোবন ’ -এ (৮নং বি. টি . রোড) ১৮৭৫ সালের ১৫ই মার্চ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত হইয়া কেশবচন্দ্র সেনের সহিত সর্বপ্রথম সাক্ষাৎ ও আলাপ করিয়াছিলেন।

ঠিকানা : মাথাঘষা গলি , বর্তমানে রতন সরকার স্কোয়ার ,বড়বাজার কলিকাতা -৭০০ ০০৭

পথনির্দেশ : উত্তর কলিকাতার জোড়াসাঁকো অঞ্চলে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রীটে অবস্থিত শতাধিক প্রাচীন ৺পুঁটে কালীতলা মন্দিরের ঠিক বিপরীত দিকে রাস্তার উপরেই অবস্থিত জয়গোপাল সেনের এই বিশাল বাড়িটি বর্তমানে ভগ্নপ্রায় ও জীর্ণ অবস্থায় রহিয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *