Jayarambati

Jayarambati

Birthplace of Sri Sri Sardadevi. The village is located on the banks of the river Amodar, twenty-seven miles from the Bishnupur railway station. Sixty-three miles straight from Calcutta via Tarakeswar. Here Sri Srima appeared in the house of father Ramchandra Mukherjee and mother Shyama Sundari Devi on 22nd December, 1853, on the seventh day of Agrahayan, Krishna Saptami tithi. She got married to Sri Sri Thakur in the first half of May, 1859. Even after marriage, Thakur came here several times after the marriage. At present, the idol of Sri Srima is installed in a spacious temple at the place of birth of the mother and daily worship and special celebrations takes place.

Bengali

জয়রামবাটি

শ্রীশ্রীমা সারদাদেবীর জন্মস্থান। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন হইতে সাতাশ মাইল দূরে আমোদর নদের পার্শ্বে এই গ্রাম অবস্থিত। কলিকাতা হইতে সোজাপথে তারকেশ্বর হইয়া তেষট্টি মাইল। এখানে ১৮৫৩ খ্রীষ্টাব্দের ২২শে ডিসেম্বর, অগ্রাহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবীর গৃহে শ্রীশ্রীমা আবির্ভূতা হন। ১৮৫৯ খ্রীষ্টাব্দে মে মাসের প্রথমার্ধে শ্রীশ্রীঠাকুরের সহিত তাঁহার শুভ বিবাহ হয়। বিবাহের পরও ঠাকুর কয়েকবার এখানে আসিয়াছিলেন। বর্তমানে মায়ের জন্মস্থানের উপর এপটি প্রশস্ত মন্দিরে শ্রীশ্রীমায়ের মূর্তি প্রতিষ্ঠিত হইয়া নিত্যপূজা ও উৎসবাদিতে বিশেষ পূজার অনুষ্ঠান হইয়া থাকে।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *