Jadulal Mallik’s House

Jadulal Mallick’s House
at 67 Pathuria Ghata Street, Kolkata-6

Sri Sri Thakur used to visit the house of Jadulal Mallik to pay obeisance to their family deity Goddess Singhavahini.

যদুলাল মল্লিকের বাড়ি

উত্তর কলকাতায় পাথুরিয়াঘাটা অঞ্চলে পরমভক্ত যদুলাল মল্লিকের এই অট্টালিকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কয়েকবার শুভাগমন হইয়াছিল। শ্রীশ্রীঠাকুর মল্লিকদের এই বাড়ীতে তাঁদের কুলদেবী ৺সিংহবাহিনীকে দর্শন করিতে আসিতেন। ১৮৮৩ সালের ২১শে জুলাই যদুলাল মল্লিকের বাটীর যে ঘরে ৺সিংহবাহিনীর নিত্যসেবা হইতেছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই ঘরে ভক্তসঙ্গে উপস্থিত হইয়া তাদের মধ্যে একজনকে তিনি ৺সিংহবাহিনীকে প্রণাম করিতে বলিলেন এবং ঠাকুরের কাছে আসিলে যে টাকা দিয়ে প্রণামী দিতে হয় সেটা তিনি তাদের সেদিন বলিয়াছিলেন। ১৮৮৩ সালের ১৮ই ডিসেম্বর পুনরায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদুলাল মল্লিকের এই বাটীতে শুভাগমন করিয়াছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে যদুলাল মল্লিকের এই গৃহে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের দিনগুলির কথা উল্লেখিত হইয়াছে | (তথ্য : শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত , অখন্ড সংস্করণ , উদ্বোধন কার্যালয় , পৃষ্ঠা : ২৩৭ -২৩৮ , ৩৩৯-৩৪০)

ঠিকানা : ৬৭,পাথুরিয়াঘাটা স্ট্রীট,কলিকাতা -৭০০০০৬

পথনির্দেশ : উত্তর কলিকাতার নতুন বাজারের নিকট রবীন্দ্র সরণী হইতে পশ্চিমমুখে পাথুরিয়াঘাটের সরু রাস্তা ধরিয়া অগ্রসর হইলে, রাস্তার উপরেই ডানপার্শ্বে এই বিশাল অট্টালিকা‌ অপরদিকে, যদুলাল মল্লিক স্ট্রিট হইতেও এই বাড়িতে আসা সম্ভব।

Goddess Singhavahini worshipped in the house of Jadu Mallick.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *