Ishanchandra Mukherjee’s House

Ishanchandra Mukherjee’s House at no.19 Keshab Chandra Sen Street

As per the Gospel, Sri Ramakrishna graced this house twice by his visit, first on 27.12.1883 and the other on 25.6.1884, when he was invited to attend the Rath yatra festival. During his second visit, Mastar Mahashay introduced him with the second son of Ishanbabu, Shrishchandra. On this day, Naren (Later Swami Vivekananda) sang several songs in the ground floor of this house. From here, Thakur went to meet Shashadhar Pandit of Thanthania at the house of Bhudhar Chattopadhyay and Bhudeb Chattopadhyay.

Address: Arora Samaj Bhavan, 19 Keshab Chandra Street (Mechua Bajar), Kolkata 700009

Directions: Upon entering Keshab Chandra Street from the Bata Shoe store close to the College street market at Bidhan Sarani, one needs to walk a few steps to reach this house.

ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি  (মেছুয়া বাজার)

শ্রীশ্রীঠাকুরের এই বাড়িতে দুইবার শুভাগমন করিয়াছিলেন ২৭.১২.১৮৮৩ এবং ২৫.৬.১৮৮৪ তারিখে। ঈশানবাবুর বাড়িতে তাঁহার দ্বিতীয় পুত্র শ্রীশচন্দ্রের সহিত ঠাকুরের আলাপ হইয়াছিল ২৫-৬-১৮৮৪ তারিখে, রথযাত্রার দিনে এবং ওই দিনই, এখান হইতে  ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ঠনঠনিয়ার শশধর পণ্ডিতের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন নিকটবর্তী ভূদেব ও ভূধর চট্টোপাধ্যায়ের বাড়িতে।

ঠিকানা : ‘অরোরা সমাজ ভবন’ ১৯ নং , কেশবচন্দ্র সেন স্ট্রীট (মেছুয়াবাজার), কলিকাতা – ৯

পথ নির্দেশ : উত্তর কলকাতার বিধান সরণীতে কলেজ স্ট্রিট মার্কেটের নিকট বাটার জুতার দোকানের সংলগ্ন পূর্বদিকে কেশব চন্দ্র সেন স্ট্রীটে প্রবেশ করিয়া কিছুটা অগ্রসর হইলেই বাম পার্শ্বে বড় রাস্তার উপরেই অবস্থিত এই বাড়িটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *