House of Ramchandra Dutta

House of Ramchandra Dutta

Ram Babu first brought Sri Sri Thakur to this house at 11, Madhu Roy Lane, Simulia on the Baishakhi Purnima (full moon in the month of Baishakh, the first month of Bengali calendar) day. From then on, he used to celebrate this day with other devotees every year. Apart from this, Sri Sri Thakur had come to this house many times. He used to participate in singing Kirtan (devotional hymns) and other devotional songs with the devotees and also used to listen to Bhagavata Path (recital from Bhagavata Gita). He inspired the devotees through Bhagavata discussions and happily had food with them. At present there is no sign of this house. The house located behind the Oxford Mission has been demolished and  a road has passed through the place.

রামচন্দ্র দত্তের বাড়ি

সিমুলিয়ার ১১, মধু রায় লেনের এই বাড়িতে শ্রীশ্রীঠাকুরকে বৈশাখী পূর্ণিমায় রামবাবু প্রথম লইয়া আসেন। তখন হইতে প্রতিবৎসর এইদিনে ভক্তদের লইয়া উৎসব করিতেন। এতদ্ব্যতীত বহুবার শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে আসিয়া ভক্তসঙ্গে কীর্তন, ভাগবত পাঠ শ্রবণ ও ভক্তিমূলক গান শ্রবণ করিয়া ভাবস্থ হইয়াছেন। ভগবৎ প্রসঙ্গে ভক্তদের উদ্দীপিত করিয়াছেন ও ভক্তসঙ্গে আনন্দে আহারাদি করিয়াছেন। বর্তমানে এ বাড়ির চিহ্ন নাই। অক্সফোর্ড মিশনের পিছনে এ বাড়ি ভাঙ্গিয়া রাস্তা হইয়াছে।

Devotee Ramchandra Dutta’s house shown by red dot in the map. The house has been demolished long ago.

লাল বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে ভক্ত রামচন্দ্র দত্তের বাড়ি। এই বাড়ি বহুদিন আগে ভেঙ্গে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *