Kolutola : House of Naveen Sen, Brother of Keshab Sen
In Kathamrita, it has been mentioned that Sri Sri Thakur came at least twice to this house. Once he came here with Hriday between 1875 and 1877. Information of this visit has been mentioned on 24th May 1884 description in Kathamrita. On the full moon day of Kojagari (literally meaning ‘who is awake?’, celebrated in the harvest season on the full moon day) Purnima on 4th October 1884, Thakur visited this house for the second time at the invitation of Keshab’s mother. He participated in devotional singing with the devotees and had food with them. This house has now changed hands. Only one room on the ground floor in a very dilapidated condition is still there.
Current address : 122C, Chittaranjan Avenue, Kolkats-73.
কলুটোলা : কেশব সেনের ভাই নবীন সেনের বাড়ি
এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর অন্তত দুইবার আসিয়াছিলেন — কথামৃতে উল্লিখিত আছে। ১৮৭৫ – ১৮৭৭ খ্রীষ্টাব্দের মধ্যে কোন একদিন হৃদয়ের সঙ্গে আসিয়াছিলেন একথা ২৪-৫-১৮৮৪ তারিখের বিবরণে কথামৃতে আছে। এতদ্ব্যতীত ৪-১০-১৮৮৪ তারিখে কোজাগরী পূর্ণিমার দিন কেশবের মাতাঠাকুরানীর নিমন্ত্রণে ভক্তসঙ্গে কীর্তনানন্দ করিয়া আহার গ্রহণ করিয়াছিলেন। বর্তমানে এই বাড়িটি হস্তান্তরিত হইয়াছে। অতি জীর্ণ অবস্থায় একতলায় একটি ঘর মাত্র আছে।
বর্তমান ঠিকান : ১২২সি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলিকাতা-৭৩।