House of Narendra’s Grandmother
সিমুলিয়া – নরেন্দ্রের মাতামহী রঘুমণি দেবীর বাড়ি
নরেন্দ্রের পৈতৃক বাটীর নিকটে রামতনু বসু লেনে তাঁহার মাতামহী রঘুমণি দেবীর বাটীতে ঠাকুর বহুবার শুভগমন করিয়াছিলেন। নরেন্দ্রনাথ এই বাড়িতে দোতলায় নির্জন একটি ছোট ঘরে (‘টংয়ের ঘর’) লেখাপড়া ও গান বাজনার উদ্দেশ্যে থাকিতেন।
ঠিকানা : ৭ , রামতনু বসু লেন , কলিকাতা -৭০০ ০০৬
পথনির্দেশ : উত্তর কলিকাতা বিধান সরণি ও চিত্তরঞ্জন এ্যাভিনিউয়ের মাঝামাঝি সিমুলিয়া ব্যাম সমিতির মাঠের বিপরীতে বিবেকানন্দ রোডে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবেকানন্দ রোড শাখার পার্শ্বে উত্তরমুখী রাস্তায় প্রবেশ করিয়া বামপার্শ্বে প্রথম সরু গলির শেষ প্রান্তে ডান পার্শ্বে অবস্থিত এই বাড়িটি।
House of Swami Vivekananda’s grandmother.
Swamiji’s reading room was on first floor.