House of Narendra’s Grandmother

Simulia- House of Raghumani Devi, Swamiji’s Grandmother

House of Raghumani Devi, Narendranath’s (later Swami Vivekananda) grandmother at Ramtanu Basu Lane was very close to his ancestral house. Narendranath used to spend a long time in a secluded small room (‘Tong-er Ghar’ – attic) on the second floor of this house, where he used to study, practice singing and musical instruments. Sri Ramakrishna visited this house on several occasions.

Address : 7, Ramatanu Basu Lane, Kolkata-700006

Directions: In between Bidhan Sarani and Chittaranjan Avenue in North Kolkata and opposite ‘Simulia Vyaam (Exercise) Samiti’ ground is the State Bank of India, Vivekananda Road Branch and enter the northbound road at the end of the building, follow the first narrow lane on the left and this house is at the right side of the lane.

সিমুলিয়া – স্বামীজীর মাতামহী রঘুমণি দেবীর বাড়ি

স্বামীজীর পৈতৃক বাটীর নিকটে রামতনু বসু লেনে তাঁহার মাতামহী রঘুমণি দেবীর বাটীতে ঠাকুর বহুবার শুভগমন করিয়াছিলেন। পূর্বাশ্রমের জীবনে, তিনি এই বাড়িতে দোতলায় নির্জন একটি ছোট ঘরে (‘টংয়ের ঘর’) লেখাপড়া ও গান বাজনার উদ্দেশ্যে অতিবাহিত করিতেন।

ঠিকানা : ৭, রামতনু বসু লেন, কলিকাতা-৭০০০০৬

পথনির্দেশ : উত্তর কলিকাতা বিধান সরণি ও চিত্তরঞ্জন এ্যাভিনিউয়ের মাঝামাঝি ‘সিমুলিয়া ব্যায়াম সমিতির’ মাঠের বিপরীতে বিবেকানন্দ রোডে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবেকানন্দ রোড শাখার পার্শ্বে উত্তরমুখী রাস্তায় প্রবেশ করিয়া বামপার্শ্বে প্রথম সরু গলির শেষ প্রান্তে ডান পার্শ্বে অবস্থিত এই বাড়িটি।

House of Swami Vivekananda’s grandmother.

Swamiji’s reading room was on first floor.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *