মহিমা চরণ চক্রবর্তীর বাড়ি
কাশীপুর রোডের উপর দিয়া যেখানে Gun and Shell Factory-র রেললাইন গিয়াছে তাহার পূর্বসীমায় বসাক বাগানে মহিম চক্রবর্তির উদ্যানবাটী ছিল। এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর শুভাগমন করিয়াছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি প্রণেতা অক্ষয় কুমার সেন এই বাড়িতেই শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। এই বাড়ির এখন কোন চিহ্নই নাই।
Akshay Kumar Sen, a lay disciple of Thakur and author of ‘Sri Sri Ramakrishna Punthi’ first met Thakur at the Cossipore residence of Mahima Charan Chakraborty.
‘শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথির’ গ্ৰন্থকার অক্ষয় কুমার সেন ঠাকুরকে প্রথম দর্শন করেন কাশীপুরে মহিমা চরণ চক্রবর্তীর বাড়িতে।