House of Bhudhar Chattopadhyay

Pataldanga – House of Bhudhar Chattopadhyay and Bhudeb Chattopadhyay

This place was blessed with the holy visit of Sri Ramakrishna on 25.6.1884. On the occasion of Rathyatra, when Sri Ramakrishna was at Ishan Mukherjee’s Thanthaniya residence, he came to know that Pandit Shasadhar was staying at Bhudhar Chattopadhyay’s place. In the afternoon, he met Pandit Shasadhar and held extended spiritual discussions with him. This is chronicled in ‘The Gospel of Sri Ramakrishna’

Address: 68, College street, Kolkata 700073

Shashadhar Tarkachudamani‌ (1851 – 1928)
শশধর তর্কচূড়ামণি (১৮৫১ – ১৯২৮)

পটলডাঙ্গাকলেজ স্ট্রীটে, ভূধর চট্টোপাধ্যায়ের ভূদেব চট্টোপাধ্যায়ের বাড়ি

পণ্ডিত শশধর তর্কচূড়ামনি এই বাড়িতে অবস্থানকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রথযাত্রার দিন, ২৫.৬.১৮৮৪ তারিখে ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাড়ি হইতে পণ্ডিতকে দেখিবার জন্য এই বাড়িতে আসিয়াছিলেন। কথামৃতে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়।

ঠিকানা : ৬৮ , কলেজ স্ট্রীট , কলিকাতা -৭৩

পথনির্দেশ : উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটের বিপরীতে শীতলা মন্দিরের সংলগ্নে এই ত্রিতল বাড়িটি অবস্থিত।

On 25th June 1884, fine drizzle of rain made the road shown in the video muddy and Thakur Sri Ramakrishna came by a carriage by the above road from house of Ishan Chandra Mukhopadhyay to Bhudhar Chattopadhyay’s house to meet Pandit Shashadhar Tarkachudamani‌.

২৫শে জুন ১৮৮৪ সালে টিপ-টিপ করিয়া বৃষ্টির জন্য ভিডিওতে প্রদর্শিত রাস্তাটি কর্দমাক্ত হইয়া গিয়াছিল এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া সেই রাস্তা দিয়া ঈশান মুখোপাধ্যায়ের বাড়ি হইতে ভূধর চট্টোপাধ্যায়ের বাড়িতে পণ্ডিত শশধর তর্কচূড়ামণির সহিত দেখা করিতে আসিয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *