Holy Trinity Church on Amherst Street

Holy Trinity Church on Amherst Street (Church of Long Saheb)

This church, associated with the Protestant Christian community is located in the BaithakKhana area of Central ​Calcutta.  In Dakshineswar, while practicing Christianity for three consecutive days, Thakur had a vision of Jesus Christ in Panchavati. He saw Jesus the God-Man embracing  him and finally merged  into his body. Thakur entered into a state of ecstasy (Bhav Samadhi) and lost normal consciousness. He prayed to Goddess Jagadamba to fulfill his wish to observe how the Christians pray. Sri Ramakrishna had visited this church accompanied by Mathur Babu while the service was being conducted after his vision of Christ. (Sri-M-Darshan – Volume 11/5)

Address: 33/B RamMohan Sarani. This Church is popularly known as ‘Long Saheber-Girja’ (Church of Long Saheb) due to association of Rev.James Long with this Chapel.

Directions: This church is adjacent to St. Paul’s College on Amherst Street in Central Kolkata or Raja Rammohan Sarani, opposite ‘Swami Visudhdhananda Marwari Hospital’.

 

আমহার্ষ্ট স্ট্রীটে লং সাহেবের গির্জাহোলি ট্রিনিটি চার্চ

মধ্য কলিকাতার বৈঠকখানা অঞ্চলে খ্রীষ্টধর্মের প্রোটেষ্ট্যান্ট সম্প্রদায়ের বিরাট গির্জা। ভক্ত মথুরবাবুর সহিত শ্রীরামকৃষ্ণ এখানে শুভাগমন করিয়াছিলেন। শ্রীশ্রীঠাকুর খ্রীষ্টের ভাবে তিনদিন দক্ষিণেশ্বরে অবস্থানের সময় পঞ্চবটী তলায় যীশু খ্রীষ্টের দর্শন লাভ করিয়াছিলেন। তাঁহার শরীরে যীশুর প্রবেশ পূর্বক লীন হওয়া প্রত্যক্ষ করিয়া তিনি সমাধিস্থ হন। এই সময় ৺জগদম্বার নিকট খ্রীষ্টান ভক্তদের উপাসনা প্রত্যক্ষ করিবার জন্য আন্তরিক প্রার্থনা জানান এবং তাঁহাদের উপাসনা দেখিতে ওই চার্চে শুভাগমন করেন। (শ্রীম-দর্শন -১১/৫ দ্রষ্টব্য)
ঠিকানা : ৩৩/বি, আমহার্স্ট স্ট্রীট (বর্তমানে রাজা রামমোহন সরণি) , কলিকাতা – ৯

পথনির্দেশ : মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রীটে বা রাজা রামমোহন সরণিতে সেন্ট পলস  কলেজের সংলগ্ন এই চার্চ, বিপরীতে ‘স্বামী বিশুদ্ধানন্দ মারোয়াড়ী হাসপাতাল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *