Gyan Chowdhury’s House

Gyan Chowdhury’s House

On the occasion of the grand festival of Brahmo Samaj organized at Gyan Chowdhury’s house in Simulia, Sri Sri Thakur came there on 1st January,1882 and had divine discourse with Keshab and other members of Brahmo Samaj. Thakur sang and danced in ecstasy.

জ্ঞান চৌধুরীর বাড়ি – বর্তমানে সিমুলিয়া ব্রাহ্ম সমাজ

সিমুলিয়ায় ব্রাহ্ম ভক্ত জ্ঞান চৌধুরীর বাড়িতে আয়োজিত সিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক মহোৎসব উপলক্ষে ১-১-১৮৮২ (১লা জানুয়ারী ১৮৮২) তারিখে শ্রীশ্রীঠাকুর এখানে শুভাগমন করিয়া ছিলেন এবং নরেন্দ্র, রাখাল ও কেশবাদি ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ, নৃত্যগীত ইত্যাদি করিয়াছিলেন। রাত দ্বিপ্রহর পর্যন্ত সমবেতভাবে নৃত্যগীত চলিতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *