Gyan Chowdhury’s House
জ্ঞান চৌধুরীর বাড়ি – বর্তমানে সিমুলিয়া ব্রাহ্ম সমাজ
সিমুলিয়ায় ব্রাহ্ম ভক্ত জ্ঞান চৌধুরীর বাড়িতে আয়োজিত সিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক মহোৎসব উপলক্ষে ১-১-১৮৮২ (১লা জানুয়ারী ১৮৮২) তারিখে শ্রীশ্রীঠাকুর এখানে শুভাগমন করিয়া ছিলেন এবং নরেন্দ্র, রাখাল ও কেশবাদি ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ, নৃত্যগীত ইত্যাদি করিয়াছিলেন। রাত দ্বিপ্রহর পর্যন্ত সমবেতভাবে নৃত্যগীত চলিতে থাকে।