Girish Chandra Ghosh’s House
Thakur Sri Ramakrishna sat in this drawing room of Girish Chandra Ghosh.
গিরিশ চন্দ্র ঘোষের বাড়ির এই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়াছিলেন।
গিরিশ চন্দ্র ঘোষের বাড়ি (বাগবাজার)
শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে কয়েকবার শুভাগমন করিয়াছিলেন। ‘শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’ গ্রন্থে উল্লেখিত আছে যে ২৫ শেফেব্রুয়ারি ১৮৮৫ তারিখে বিডন স্ট্রীটে অবস্থিত স্টার থিয়েটারে ‘বৃষকেতু’ নাটকের অভিনয় দেখিতে যাইবার পূর্বে বেলা ৩টা নাগাদ প্রথমবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাগবাজারে গিরিশচন্দ্র ঘোষের এই বাড়িতে শুভাগমন করিয়া ভক্তসঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করিয়াছিলেন এবং ওই ১৮৮৫ সালেরই ১১ই মার্চ এবং ২৪শে এপ্রিল তারিখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিকটেই অবস্থিত বলরাম মন্দির হইতে গিরিশ চন্দ্র ঘোষের এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন।
বাড়ির পুরানো নম্বর ছিল, ২৩ নং বোস পাড়া লেন। বর্তমানে ইহার সবটাই প্রায় ভাঙ্গিয়া নূতন রাস্তা ‘গিরিশ এভিনিউ’ তৈরি হইয়াছে। বাড়িটির চারিদিকেই রাস্তা। মাঝখানে দ্বীপের মতো সামান্য একটু অংশের সংস্কার করিয়া গিরিশ মেমোরিয়াল নামে একটি পাঠাগার এই বাড়ির দ্বিতলের বৈঠকখানায় স্থাপন করা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই বাড়িতে দ্বিতলের বৈঠকখানায় বসিতেন।
প্রাচীর দিয়া ঘেরা জায়গাটিতে গিরিশচন্দ্রের দণ্ডায়মান পূর্ণবয়ব মূর্তি দক্ষিণাস্য অবস্থায় স্থাপনা করা হইয়াছে।
বর্তমান ঠিকানা: ‘গিরিশ স্মৃতিমন্দির’, গিরিশ এভিনিউ, বাগবাজার, কলিকাতা – ৭০০ ০০৩
Girish Chandra Ghosh
(28th February 1844 – 8th February 1912)
গিরিশ চন্দ্র ঘোষ
(২৮শে ফেব্রুয়ারি ১৮৪৪ – ৮ই ফেব্রুয়ারি ১৯১২)