Girish Chandra Ghosh’s House

Girish Chandra Ghosh’s House

The old address of this house was 23, Bose Para Lane. At present, almost all of it has been demolished and a new road ‘Girish Avenue’ has been made in it’s place. The house is surrounded by roads. In the middle, a small part of the island like structure has been preserved, renovated and a library called Girish Memorial has been set up on the first floor. In the walled area of the place, a full-length statue of Girish Chandra Ghosh stands facing southward. Current address : “Girish Smriti Mandir”,Girish Avenue, Bagbazar, Kolkata-3. Sri Sri Thakur visited this house a few times.

Bengali

গিরিশ চন্দ্র ঘোষের বাড়ি

এই বাড়ির পুরানো নম্বর ছিল, ২৩ নং বোস পাড়া লেন। বর্তমানে ইহার প্রায় সবটাই ভাঙ্গিয়া নূতন রাস্তা ‘গিরিশ এভিনিউ’ তৈয়ারী হইয়াছে। বাড়িটির চারিদিকেই রাস্তা। মাঝখানে দ্বীপের মতো সামান্য একটু অংশের সংস্কার করিয়া গিরিশ মেমোরিয়াল নামে একটি পাঠাগার দোতলায় স্থাপন করা হইয়াছে। প্রাচীর দিয়া ঘেরা জায়গাটিতে গিরিশচন্দ্রের দণ্ডায়মান পূর্ণবয়ব মূর্তি দক্ষিণাস্য অবস্থায় স্থাপিত। বর্তমান ঠিকানা: “গিরিশ স্মৃতিমন্দির”, গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার, কোলকাতা-৩। শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে কয়েকবার শুভাগমন করিয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *