GangaMata in Nidhuban

GangaMata in Nidhuban

 
He visited GangaMata in Nidhuban. GangaMataji, seeing the manifestation of Sri Radha in Sri Sri Thakur, used to address him as ‘Dulali’ and served him in various ways. Attracted by her, Sri Sri Thakur decided not to leave Vrindavan. But at the request of Mathurbabu and Hridaya, he came back to Dakshineswar remembering and mourning of his old mother Chandra Devi. During his stay in Vrindavan for a fortnight, Sri Sri Thakur could not do visitations on foot as he was overwhelmed with divine emotion most of the time. He had to go in a palanquin. Even while bathing in the Jamuna, he used to bathe in a palanquin.

Bengali

নিধুবনে গঙ্গামাতা

 
নিধুবনে গঙ্গামাতার দর্শনলাভ করেন। গঙ্গামাতাজী শ্রীশ্রীঠাকুরের মধ্যে শ্রীরাধার প্রকাশ দেখিয়া তাঁহাকে ‘দুলালী’ বলিয়া সম্বোধন করিতেন ও তাঁহাকে নানাভাবে সেবা করিয়াছিলেন। তাঁহার প্রতি আকর্ষণে শ্রীশ্রীঠাকুর বৃন্দাবন ছাড়িয়া আর কোথাও যাইবেন না বলিয়া স্থির করিয়াছিলেন। কিন্তু মথুরবাবু ও হৃদয়ের অনুরোধে দক্ষিণেশ্বরে তাঁহার বৃদ্ধা মাতা চন্দ্রমণি দেবীর শোক-তাপের কথা মনে পড়ায় ফিরিয়া আসিয়াছিলেন। বৃন্দাবনে এক পক্ষকাল অবস্থানের সময় শ্রীশ্রীঠাকুর অধিকাংশ সময় ভাবাবেগে বিহ্বল হইয়া থাকিতেন বলিয়া পদব্রজে দর্শনাদি করিতে পারিতেন না। পালকিতেই তাঁহাকে যাইতে হইত। এমনকি যমুনাতেও স্নানের সময়ও পালকিতে বসিয়া স্নান করিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *