Gangamata at Nidhuban
Thakur Sri Ramakrishna met Gangamata at Nidhuban. Gangamataji, seeing the manifestation of SriRadha in SriSri Thakur, used to address him as ‘Dulali’ and served him in various ways. Seeing her as embodiment of purity and divinity, SriSri Thakur decided not to leave Vrindavan.But after being reminded that his old mother Chandramani Devi in Dakhsineswar would be heartbroken without seeing him, he agreed to leave Vrindavan at the request of Mathurbabu and Hriday. During his stay in Vrindavan for a fortnight, SriSri Thakur used to remain immersed in God intoxicated state most of the time and hence was unable to go to the places on foot. He had to be carried everywhere in a palanquin. Even while taking bath in Yamuna, he used to remain seated inside the palanquin.
নিধুবনে গঙ্গামাতা
ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিধুবনে গঙ্গামাতার দর্শনলাভ করেন। গঙ্গামাতাজী শ্রীশ্রীঠাকুরের মধ্যে শ্রীরাধার প্রকাশ দেখিয়া তাঁহাকে ‘দুলালী’ বলিয়া সম্বোধন করিতেন ও তাঁহাকে নানাভাবে সেবা করিয়াছিলেন। গঙ্গামাতাকে বিশুদ্ধতা এবং দেবত্বের মূর্ত প্রতীক জানিয়া, শ্রীশ্রীঠাকুর বৃন্দাবন ছাড়িয়া আর কোথাও যাইবেন না বলিয়া স্থির করিয়াছিলেন। কিন্তু মথুরবাবু ও হৃদয়ের অনুরোধে দক্ষিণেশ্বরে তাঁহার বৃদ্ধা মাতা চন্দ্রমণি দেবীর শোক-তাপের কথা মনে পড়ায় ফিরিয়া আসিয়াছিলেন। বৃন্দাবনে এক পক্ষকাল অবস্থানের সময় শ্রীশ্রীঠাকুর অধিকাংশ সময় ভাবাবেগে বিহ্বল হইয়া থাকিতেন বলিয়া পদব্রজে দর্শনাদি করিতে পারিতেন না। পালকিতেই তাঁহাকে যাইতে হইত। এমনকি যমুনাতেও স্নানের সময়ও পালকিতে বসিয়া স্নান করিতেন।