Gajitala

Gajitala

At present the place with a huge peepal tree is fenced and paved and on a small plaque it is written as the place of Ramakrishna Paramahansadev’s place of Sadhana (spiritual practice).

গাজীতলা

বর্তমানে এক বিরাট অশ্বত্থ গাছ সহ স্থানটি বাঁধানো আছে এবং ছোট ফলকে পরমহংসদেবের সাধনস্থল বলিয়া লিখিত আছে। দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান ফটক পেরিয়ে কিছুটা অগ্রসর হইলে কালী মন্দিরের পূর্ব দিকের পুকুরটির নাম গাজীপুকুর এবং গাজীপুকুরের উত্তর-পূর্ব কোণে গাজীতলা | এটি জনৈক গাজীপীরের স্থান, যেখানে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ  ‘ইসলাম ধর্ম ’ সাধনায় ব্রতী হইয়াছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *