Dr. Durgacharan Bandyopadhyay’s house
The house was located near Notun Bazar in Calcutta. In the early stage of Sri Sri Thakur’s throat ailment, Golap-ma, Latu (Swami Adbhutananda) and Kali (Swami Abhedananda) brought Sri Sri Thakur by boat from Dakshineswar to his house for treatment. It has been mentioned in the Punthi (a book authored by Sri Akshay Kumar Sen in the narrative poem form on the life and teachings Thakur Ramkrishna).
ড: দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি
কলিকাতায় নতুন বাজারের নিকট তাঁহার বাড়ি ছিল। শ্রীশ্রীঠাকুরের গলরোগের প্রথম অবস্থায় এই ডাক্তারের বাড়িতে গোলাপ-মা, লাটু ও কালী দক্ষিণেশ্বর হইতে নৌকাযোগে শ্রীশ্রীঠাকুরকে দেখাইতে লইয়া আসিয়াছিলেন — পুঁথিতে উহার উল্লেখ আছে।