Dr. Biharilal Bhaduri’s House

Dr. Biharilal Bhaduri’s House

Dr Biharilal Bhaduri’s house is located in Bidhan Sarani (earlier known as Cornwallis street). Sri Ramakrishna had visited this place when he had come to meet two of his lay disciples, Ram Chandra Dutta and Manomohan Mitra, who resided close by. Dr Bhaduri had himself invited Sri Ramakrishna to his house and treated him with homeopathic medicines. Later, in this very house, resided his son in law, Dr Pratap Chandra Majumdar. On the footsteps of his father in law, Dr Majumdar too had treated Sri Ramakrishna during his illness.

Address: 200/1 Cornwallis Street (presently Bidhan Sarani) Kolkata 700009

Directions: this place is very close to the intersection point of Vivekananda Road and Bidhan Sarani.

ড: বিহারীলাল ভাদুড়ীর বাড়ি

তাঁহার বাড়ি ছিল কর্ণওয়ালিস স্ট্রীটে (বর্তমানে  বিধান সরণি)। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সিমুলিয়া অঞ্চলে তাঁর দুই ভক্ত মনোমোহন মিত্র ও রাম চন্দ্র দত্তের বাড়িতে আসিলে এই হোমিওপ্যাথিক চিকিৎসক তাঁহাকে একবার নিজ বাড়িতে কিছুক্ষণের জন্য লইয়া গিয়াছিলেন। পরবর্তীকালে এই গৃহে ওঁর জামাতা ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার বসবাস করিতেন। তিনিও তাঁর শ্বশুর ডাঃ বিহারীলাল ভাদুড়ীর ন্যায় শ্রীরামকৃষ্ণের  চিকিৎসা করিয়াছিলেন |

ঠিকানা : ২০৩/১, কর্ণওয়ালিস স্ট্রীট (বর্তমানে  বিধান সরণি) , কলিকাতা – ৯

পথ নির্দেশ : বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থলের অতি নিকটেই অবস্থিত এই বাড়িটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *