Dewan Govinda Mukhopadhyay’s House 

Dewan Govinda Mukhopadhyay’s House

Sri Sri Thakur came to his house in Belgharia on 18th February 1883.On that day, he joined the devotees in NamSamkirtan (community singing of hymns) and singing of Bhajan (devotional song) and had divine discourse with them. On this day Hariprasanna (later Swami Vijnanananda) saw him in the state of Bhava Samadhi (ecstatic consciousness).

দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়ি

শ্রীশ্রীঠাকুর ১৮-২-১৮৮৩ তারিখে তাঁহার বেলঘরিয়ার বাড়িতে আসিয়াছিলেন। সেই দিন নামসংকীর্তন, ভজন, ঈশ্বরীয় প্রসঙ্গ ইত্যাদি ভক্তদের সঙ্গে করিয়াছিলেন। এইদিন হরিপ্রসন্ন (পরবর্তী কালে স্বামী বিজ্ঞানানন্দ) তাঁহাকে ভাবসমাধিস্থ অবস্থায় দর্শন করিয়াছিলেন। বর্তমানে এই দোতলা বাড়িটির স্থানে একটি নতুন বাড়ি নির্মিত হইয়াছে।

ঠিকানা : ২২, নবাব আব্দুল লতিফ স্ট্রিট, বেলঘরিয়া কলকাতা-৫৬

পথ নির্দেশ : বি টি রোডের উপর কামারহাটি পৌরসভার বিপরীতে রথতলা মোড় থেকে ফিডের রোড ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে ৭৮ সি বাস স্ট্যান্ডের বিপরীতের রাস্তার নাম নবাব আব্দুল লতিফ স্ট্রীট। এটিকে দেওয়ানপাড়ার মোড় বলে। এই রাস্তায় ঢুকে কিছুটা গেলেই ডানদিকে নতুন একটি বাড়ির নাম্বার  ২২/১ — এই বাড়িটির পাশ দিয়ে খুব সরু একটি গলির মধ্যে এই ২২ নম্বর দোতলা বাড়িটি অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *