Devmandal Ghat
Bhairavi Brahmani used to live under the canopy of this ghat on the banks of the Ganges. From here she used to travel everyday to the temple of Dakshineswar to meet Thakur. The wife of Nabin Niyogi, a devotee living in Dakshineswar, used to provide her various essentials inclusive of food. Here Sri Sri Thakur met Chandra and Girija, two other disciples of Brahmani.
দেবমণ্ডল ঘাট
গঙ্গাতীরে এই ঘাটের চাঁদনিতে ভৈরবী ব্রাহ্মণী বাস করিতেন। এইখান হইতে প্রত্যহ দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের নিকট যাতায়াত করিতেন। দক্ষিণেশ্বরে নিবাসী ভক্ত নবীন নিয়োগীর সহধর্মিণী থাকোমণি দেবী তাঁহাকে প্রয়োজনীয় আহার্য দ্রব্যাদি (চাল, ডাল, ঘি) সরবরাহ করিতেন। এখানে ব্রাহ্মণীর অন্য দুই শিষ্য চন্দ্র ও গিরিজার সহিত শ্রীশ্রীঠাকুরের দেখা হয়।
ঠিকানা : দেবমন্ডল ঘাট, দক্ষিণেশ্বর, কলকাতা–৭৬
পথ নির্দেশ : দক্ষিণেশ্বরে সারদা মঠের উত্তর-পশ্চিমে গঙ্গার তীরে চাঁদনীসহ বাধানো ঘাট। এই চাঁদনীতেই ছিল শ্রীরামকৃষ্ণের স্ত্রী-গুরু ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবীর আস্তানা।