Dakshineswar Kalibari

Kali Temple

The nine-spires Kali temple has three levels. There are 4 in the lower part, 4 in the upper part and the main one in the middle is on the highest part of the temple – thus totally nine spires. The works on the spires and the temple walls are wonderful examples of craftsmanship and architecture. The presiding deity of the temple is Sri Sri Jagadishwari Kali, but she is better known as Ma Bhavatarini. Daily puja (worship) is performed here. Deity worship in this temple was done by Sri Ramakrishna for about three years. As he used to remain immersed in divine intoxication all the time, it was not possible for him to continue anymore the ritualistic puja. But he used to go to Mother’s temple regularly to offer humble pranam (reverential bowing or prostration) to Her. During the days of sadhana (spiritual practice), he used to pray to the Mother intensely and in the state of ecstasy serve Her in various ways like feeding, laying etc.

কালীমন্দির

এই মন্দিরটির নবচূড়াবিশিষ্ট তিনটি স্তরে আছে। মন্দির শীর্ষের নিচু অংশে ৪টি চূড়া, তাহার উপরের স্তরে ৪টি ও সর্ব্বোচ্চস্থানে মূল চূড়া মোট নয়টি। চূড়া ও মন্দির গাত্রের শিল্পকাজসমূহ স্থাপত্যশিল্পের এক অপূর্ব নিদর্শন। মন্দিরের দেবীর নাম শ্রীশ্রীজগদীশ্বরী কালী, কিন্তু তিনি ভবতারিণী নামেই সমধিক পরিচিতা। এখানে নিত্য পূজা হইয়া থাকে। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে প্রায় তিন বৎসর পূজা করেন। পরে দিব্যোন্মত্তায় বৈধীপূজা করা সম্ভব ছিল না। তবে নিত্যই মায়ের মন্দিরে গিয়া প্রণামাদি করিতেন। সাধনকালে ব্যাকুলভাবে মায়ের নিকট প্রার্থনা, ও দিব্যভাবে মাকে খাওয়ানো, শোয়ানো প্রভৃতি বিভিন্নভাবে সেবা করিতেন। বর্তমানে দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের ট্রাস্টিগণই কালীমন্দির সহ অন্যান্য মন্দির ও সমগ্র সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করিয়া থাকেন।

An old picture of Ma Bhavatarini on Her original throne

(this throne has been replaced on 28th September 2003) with the original falchion (খড়্গ)‌ hanging on the right side in the sanctum sanctorum (গর্ভগৃহ) of Dakshineswar Temple

On the right is the falchion (খড়্গ) by which Thakur Sri Ramakrishna attempted to end his life when Ma Bhavatarini revealed Herself as infinite, effulgent Ocean of Consciousness (অসীম অনন্ত চেতন জ্যোতিঃ-সমুদ্র – শ্রীশ্রী রামকৃষ্ণলীলাপ্রসঙ্গ, প্রথম খণ্ড – স্বামী সারদানন্দ)

Swami Vivekananda wrote the poem “Kali the Mother” in the year 1898 when he was in Kashmir

“I now feel for Purna and the other young boys as I once felt for Ramlala. I used to bathe Ramlala, feed Him, put Him to bed, and take Him wherever I went. I used to weep for Ramlala. Now I have the same feeling for these young boys.”
– Thakur Sri Ramakrishna
15th July 1885 (The Gospel of Sri Ramakrishna)

“রামলালার উপর যা যা ভাব হতো, তাই পূর্ণদিকে দেখে হচ্ছে ! রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, — সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম, ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে !”
– ঠাকুর শ্রীরামকৃষ্ণ
১৫ই জুলাই ১৮৮৫ (শ্রীশ্রী রামকৃষ্ণকথামৃত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *