Cossipore Udyanbati
On the advice of the doctor, Sri Sri Thakur was shifted in December 1885 from Shyampukur Bati to this open and spacious garden house of Gopal Chandra Ghosh. The devotees were blessed in this house by the divine self-revelation of Sri Sri Thakur Ramakrishna on 1st January 1886. To commemorate that event, the ‘Kalpataru’ festival is held every year on January 1. Sri Sri Thakur attained Maha Samadhi (end of divine play on earth) in this house on 16th August 1886. A branch of Sri Ramakrishna Math has been established here. Current Address – 90 Kashipur Road, Kolkata – 700002.
Bengali
কাশীপুর উদ্যানবাটি
শ্যামপুকুর বাটী হইতে ডাক্তারের পরমর্শে উন্মুক্ত পরিবেশে রাখিবার জন্য ভক্তগণ শ্রীশ্রীঠাকুরকে গোপালচন্দ্র ঘোষের এই উদ্যান বাটীতে ১৮৮৫ খ্রীষ্টাব্দের ডিসেম্বর আনয়ন করেন।
শ্রীশ্রীঠাকুর এখানেই ১৮৮৬ খ্রীষ্টাব্দের ১লা জানুয়ারী আত্মপ্রকাশে ভক্তদের অভয়প্রদান করেন। ওই ঘটনার স্মরণে আজও প্রতি বৎসর ১লা জানুয়ারি ‘কল্পতরু’ উৎসব অনুষ্ঠিত হয়। এই বাগানবাটীতে শ্রীশ্রীঠাকুর ১৮৮৬ খ্রীষ্টাব্দের ১৬ই আগস্ট লীলাসংবরণ করেন। পরে এখানে শ্রীরামকৃষ্ণ মঠের একটি শাখাকেন্দ্র স্থাপিত হয়। বর্তমান ঠিকানা — ৯০ কাশীপুর রোড, কলিকাতা – ৭০০০০২।