The Cossipore garden house as it used to be before it was rebuilt. Thakur Sri Ramakrishna lived here from 11th December 1885 to the end of his divine play on earth on 16th August 1886.
Cossipore Udyanbati
Address : Ramakrishna Math (Cossipore Udyanbati), Cossipore 90, Cossipore Road, Kolkata -700002
On 11th December 1885, Sri Ramakrishna was shifted from Shyampukur Bati to the open and spacious garden house of Gopal Chandra Ghosh (Son in-law of Rani Katyayani) on the advice of doctor Mahendralal Sarkar. It was at this place, where the devotees were blessed by the divine self-revelation of Sri Ramakrishna on 1st January 1886. To commemorate the event, ‘Kalpataru’ festival is organised every year on 1st January.
This Cossipore garden house is the place of Sri Ramakrishna’s concluding days of divine play on earth. He stayed here for 249 days, starting from 11th December 1885 and attained Maha Samadhi in this very house on 16th August 1886. Sri Ramakrishna stayed in a spacious room on the upper floor of this two-storey house and used to take walk on the verandah lying south. Two of his devotees used to stay in a small room adjacent to the room in the north-east region, to take care of his needs. All the devotees used to sit in a spacious rectangular hall on the ground floor lying east-west. The room on the southern side of the hall was used for the accommodation of the young devotees who attended on the Master. Sri Sri Ma used to stay in a small room in the north east region in the ground floor. Daily worship of Sri Ramakrishna takes place in the room on the upper floor, where Sri Ramakrishna attained Maha Samadhi. In this room, on 8th January 1886, Sri Ramakrishna gave ochre robes and Rudrakha beads to 11 of his Parshads, thereby setting up the foundation of a great spiritual movement, later to be named Ramakrishna Math and Mission.
On Saturday, 11th February 1886 (evening around 7.30pm), Sri Ramakrishna wrote on a piece of paper : “Jai Radhe Premamayi. Naren shiksha dibe jakhan ghare baire hak dibe. Jai Radhe.” (‘Victory to Radha, Love personified, Naren will teach others when he will call out inside and outside the country’).
After the Maha Samadhi of Sri Ramakrishna, the ownership of this garden house has changed many times. After Subodh Kumar Ghosh, the zamindar of Panchathupi in Murshidabad and an Armenian Christian family, half of the place with the house was owned by Siuri Ramakrishna Sebayatan and the rest was owned by the Sadhukhan family, an oil merchant of Baranagar.
A branch centre of the Sri Ramakrishna Math was established at Cossipore Udyanbati in 1946, when the Math authorities were able to purchase half of the northern part along with the original two-storied house on August 12, 1946. About 3 years later, the Math authorities could acquire the southern part of the garden as well on 6.6.1949. The area of land was slightly more than 11 bighas. The house, by then, in a very dilapidated state, had to be demolished. Its restoration was carried out in 1954, preserving the architecture of the house as before.
Finally, on the occasion of ‘Kalpataru Divas’ on 1.1.1955, the Cossipore Udyanbati was inaugurated and Sri Ramakrishna’s Shrine was installed by Most Revered Srimat Swami Shankaranandji Maharaj, the 7th President of Ramkrishna Math and Mission.
Directions: On the eastern side of the Cossipore Road stretch from Bagbazar Pole to Baranagar in North Calcutta and adjacent to the West Bengal Government Housing Estate on the southern side, Cossipore Udyanbati is located on the left side of Cossipore Road and on the south of Baranagar Bazar.

Cossipore garden house with Mango Tree, where Ramakrishna became Kalpataru.

Sri Ramakrishna’s room in Cossipore Garden House
কাশীপুর উদ্যানবাটী
শ্যামপুকুর বাটী হইতে ডাক্তারের পরমর্শে উন্মুক্ত পরিবেশে রাখিবার জন্য ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের কাশীপুর অঞ্চলের এই উদ্যানবাটীতে ১৮৮৫ খ্রীষ্টাব্দের ১১ই ডিসেম্বর আনয়ন করিয়াছিলেন। ১৮৮৬ খ্রীষ্টাব্দের ১লা জানুয়ারী কাশীপুরের এই উদ্যানবাটীতেই শ্রীশ্রীঠাকুর আত্মপ্রকাশে ভক্তদের অভয়প্রদান করিয়াছিলেন। ওই ঘটনার স্মরণে আজও প্রতি বৎসর ১লা জানুয়ারি ‘কল্পতরু দিবস’ উৎসব অনুষ্ঠিত হয়।
এই কাশীপুর বাগানবাটী শ্রীরামকৃষ্ণের অন্ত্যলীলার স্থান। এই পবিত্র স্থানে তিনি ২৪৯ দিন অবস্থান করিয়াছিলেন, ১১ই ডিসেম্বর ১৮৮৫ থেকে ১৮৮৬ সালের ১৬ই আগস্টে তাঁর লীলাসংবরণ পর্যন্ত। কাশীপুর উদ্যানবাটীর দ্বিতল বাড়িটির উপরের বড়ঘরটিতে ছিল শ্রীরামকৃষ্ণের কক্ষ, তিনি পাদচারণ করিতেন দক্ষিণের ছাদে। উত্তর-পূর্ব কোণের ছোটঘরটি ছিল তাঁর দুজন সেবকের। নিচের বড় হলঘরটি ভক্তদের বৈঠকখানা ও পাশের ঘরটি সেবকদের বাসস্থান। উত্তর-পূর্ব কোণের ছোট-ঘরটি ছিল শ্রী শ্রীমায়ের। দ্বিতলে শ্রীরামকৃষ্ণের বাস ঘরটি বর্তমানে তাঁর সেবামন্দির। এখানেই ১৮৮৬ সালের ৮ই জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর ১১ জন পার্ষদদের গেরুয়া ও রুদ্রাক্ষের মালা প্রদান করিয়া সঙ্ঘের আনুষ্ঠানিক সূত্রপাত করিয়াছিলেন।
কাশীপুর বাগানবাটীর দ্বিতলের এই ঘরেই ১৮৮৬ সালের ১১ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে লোকশিক্ষার চাপরাস দানের হুকুমনামা নিজ হাতে এক টুকরো কাগজে লিখিয়া ছিলেন, “জয় রাধে পৃমমোহি (প্রেমময়ী ) ! নরেন সিক্ষে (শিক্ষে) দিবে, জখন ঘুরে বাহিরে (যখন ঘরে বাইরে ) হাঁক দিবে, জয় রাধে | |”
১৮৮৬ সালের ১৬ই আগস্ট শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর এই উদ্যানবাটীর মালিকানা পরিবর্তন হইয়াছে বহুবার। মুর্শিদাবাদের পঞ্চথুপির জমিদার সুবোধকুমার ঘোষ ও জনৈক আর্মেনিয়ান খ্রীষ্টান পরিবারের হাত ঘুরে উদ্যানের মালিকানা দুজনের হাতে আসিয়াছিল - বাড়িসহ অর্ধেকটির মালিক সিউড়ী রামকৃষ্ণ সেবায়তন ও বাকি অংশের মালিক ছিল বরানগরের তেল ব্যবসায়ী সাধুখাঁ পরিবার।
১৯৪৬ সালে কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণ মঠের একটি শাখাকেন্দ্র স্থাপিত হয়, যখন মঠ কর্তৃপক্ষ ১৯৪৬ খ্রীস্টাব্দের ১২ই আগস্ট মূল দোতলা বাড়িসহ উত্তরাংশের অর্ধেকটি ক্রয় করেন। এর প্রায় ৩ বছর বাদে, এই উদ্যানবাটীর দক্ষিণাংশটি মঠ কর্তৃপক্ষ ১৯৪৯ সালের ৬ই জুন অধিগ্রহণ করিয়াছিল। ১১ বিঘার কিছু অধিক ছিল জমির পরিমাণ। অত্যন্ত জীর্ণদশার জন্য বাড়িটি ভেঙে ফেলা হইয়াছিল এবং ঠিক পূর্বের ন্যায় এই বাটীর স্থাপত্য বজায় রাখিয়া এটির সংস্কার করা হইয়াছিল ১৯৫৪ সালে। কাশীপুরের এই উদ্যানবাটীর সম্পূর্ণভাবে সংস্কারের পর,
১৯৫৫ খ্রীষ্টাব্দের ১লা জানুয়ারি ‘কল্পতরুর দিবসে’ এই উদ্যানবাটির উদ্বোধন ও ঠাকুরের পটস্থাপন করিয়াছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তদানীন্তন সপ্তম সংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজ।
ঠিকানা : রামকৃষ্ণ মঠ (কাশীপুর উদ্যানবাটী )
৯০, কাশীপুর রোড, কলকাতা -৭০০ ০০২
পথ নির্দেশ : উত্তর কলিকাতার বাগবাজারের পোল হইতে বরানগর অবধি বিস্তৃত কাশীপুর রোডের একাংশের পূর্বদিকে এবং পশ্চিমবঙ্গ সরকারের হাউসিং এস্টেটের সংলগ্ন দক্ষিণ দিকে অবস্থিত। বরানগর বাজার হইতে দক্ষিণে কাশীপুর রোডের বামপার্শ্বে অবস্থিত কাশীপুর উদ্যানবাটী।

On Saturday,11th February 1886 evening (around 7.30pm), the ailing Master (Sri Ramakrishna) wrote on a piece of paper: “Jai Radhe Premamayi. Naren siksha dibe jakhan ghare baire hak dibe. Jai Radhe.” (‘Victory to Radha, Love personified, Naren will teach others when he will call out inside and outside the country’)
Source : “More About Ramakrishna” by Swami Prabhananda – page 237
১১ ফেব্রুয়ারি ১৮৮৬ খ্রীস্টাব্দ শনিবার। সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা।… তিনি একটুকরো কাগজ চেয়ে নিয়েছিলেন। তাঁর উপরে নিবিষ্ট মনে লেখেন, “জয় রাধে পৃমমোহি (প্রেমময়ী)! নরেন সিক্ষে (শিক্ষে) দিবে, জখন ঘুরে বাহিরে (যখন ঘরে বাইরে) হাঁক দিবে, জয় রাধে ||”
সূত্র : স্বামী প্রভানন্দ লিখিত “আনন্দ রূপ শ্রীরামকৃষ্ণ” – পৃষ্ঠা ১৬৮

On 11th February 1886, Sri-Ma went to Kamarpukur and returned to Cossipore Udyanbati by about 11pm and met Thakur. Later, on the ground floor, when he saw Thakur’s Hukumnama or written instruction, he made an exact copy of the same and made note in his diary, “I take it without leave as something too valuable to be lost.”
Above is the picture of Sri-Ma’s handwritten notes in his diary.
১৮৮৬ খ্রিস্টাব্দের ১১ই ফেব্রুয়ারি, শ্রীম কামারপুকুর গিয়াছিলেন এবং রাত্রি প্রায় ১১টার সময় কাশীপুর উদ্যানবাটীতে ফিরিয়া ঠাকুরের সহিত দেখা করেন। পরে নিচতলার ঘরে আসিয়া ঠাকুরের হুকুমনামা দেখিয়া বিস্মিত ও পুলকিত হইয়া যান এবং তার হুবহু নকল করিয়া ডায়েরীর পাতায় লেখেন, “I take it without leave as something too valuable to be lost.”
উপরে শ্রীম-র হস্তলিখিত ডায়েরীর পাতার ছবি।




One can find the trunk of a date tree on exhibit at the office of the ashrama. This piece of wood is a silent witness to a miraculous incident at Cossipore during Sri Ramakrishna’s last days: One day some young disciples were going to tap date juice from a tree in the compound. Sri Ramakrishna was then in a very bad condition and could not even move about without help. But to her surprise, Mother
noticed him running out of the room that day. She went to his room to see what the matter was. The room was empty, and she saw Sri Ramakrishna return within a short time. When she asked him about the incident the next day, he dismissed it by saying, ‘Oh! It is all your imagination! Your brain must have been heated by standing for long near the oven in the kitchen!’ But when Mother was persistent, he said that there was a cobra under the date tree from which the young disciples were going to tap the juice. In order to protect them, he had, by his higher powers, gone to the place in advance and driven the cobra away
