Cossipore Mahasmashan (crematorium)
Address: 5, Chandra Kumar Roy Lane, Cossipore, Kolkata -2

কাশীপুর মহা শ্মশান (শ্মশান)
ঠিকানা: ৫, চন্দ্র কুমার রায় লেন, কসিপুর, কলকাতা-২
শ্রীরামকৃষ্ণদেবের পূতদেহ এই শ্মশানঘাটে ১৬-৮-১৮৮৬ তারিখে ভক্তবৃন্দ লইয়া গিয়া অগ্নিতে আহুতি প্রদান করেন। ওই স্থানটিতে একটি স্মারক মন্দির নির্মিত হইয়াছে। ইহার বর্তমান নাম — শ্রীরামকৃষ্ণ মহাশ্মশান।


