This church, associated with the Protestant Christian community is located in the BaithakKhana area of Central Calcutta. In Dakshineswar, while practicing Christianity for three consecutive days, Thakur had a vision of Jesus Christ in Panchavati. He saw Jesus the God-Man embracing him and finally merged into his body. Thakur entered into a state of ecstasy (Bhav Samadhi) and lost normal consciousness. He prayed to Goddess Jagadamba to fulfill his wish to observe how the Christians pray.
Category Archives: North Kolkata
১৮৮৫ খ্রীষ্টাব্দের ২৮শে জুলাই শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে এই বাড়িতে আসিয়াছিলেন। বর্তমানে বাড়িটি হস্তান্তরিত হইয়া নূতন রূপ ধারণ করিয়াছে। ঠিকানা-৬/এ, নবীন সরকার লেন, বাগবাজার, কলিকাতা-৩।
During 1853-1855, when Thakur Sri Ramakrishna (then Gadadhar) stayed in Jhamapukur, he used to come to this house daily to worship Narayan Shila (Sridhar Jiu). Many parts of this huge palace of Digambar Mitra have now been sold out. This place is now more popularly known as ‘Jhamapukur Rajbari’. In the year 1979, ‘Jhamapukur Sri Sri Ramakrishna Sangha’ has been established in this Rajbari. At present, this Sangha is run by Ramakrishna-Vivekananda Bhavprachar Parishad of Belur Math.
বর্তমানে এখানে Indian Statistical Institute অবস্থিত। স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে ডিসেম্বর ১৮৭২ হইতে মার্চ ১৮৭৩ খ্রী: পর্যন্ত ছিলেন। তখন শ্রীশ্রীঠাকুর একদিন কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করেন।
শ্রীরামকৃষ্ণদেবের পূতদেহ এই শ্মশানঘাটে ১৬-৮-১৮৮৬ তারিখে ভক্তবৃন্দ লইয়া গিয়া অগ্নিতে আহুতি প্রদান করেন। ওই স্থানটিতে একটি স্মারক মন্দির নির্মিত হইয়াছে। ইহার বর্তমান নাম — শ্রীরামকৃষ্ণ মহাশ্মশান।
On the advice of the doctor, Sri Sri Thakur was shifted in December 1885 from Shyampukur Bati to this open and spacious garden house of Gopal Chandra Ghosh.
Although the name of the temple is ‘Chitteshwari Sarvamangala Temple’, the temple is popularly known as ‘Sarvamangala Temple’. Sri Sri Thakur came to this temple a few times.Current Address : 15/1, Khagen Chatterjee Road, Kolkata – 700002.
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের নিকট এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর শুভাগমন করিয়াছিলেন। (শ্রীম-দর্শন ১৫শ খণ্ড)
লীলাপ্রসঙ্গে গুরুভাব পূর্বার্ধ (ঝামাপুকুরে) ১ম অধ্যায়ে শ্রীশ্রীঠাকুরের এখানে আসার কথা আছে। সেদিন কয়েকজন মহিলা ভক্ত দক্ষিণেশ্বরে তাঁহার দর্শনে গিয়াছিলেন। সেখানে দর্শন না পাইয়া এই বাড়িতে আসিয়া শ্রীশ্রীঠাকুরের দর্শনলাভপূর্বক তাঁহার সহিত কথাবার্তা বলিয়া ধন্যা হইয়াছিলেন। শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে জলযোগ ও আহারাদি করিয়া সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া যান।
বর্তমান ঠিকানা — ১৪, মহাত্মা গান্ধী রোড, কলি-৭। কাশীনাথ মল্লিকের এই ঠাকুর বাড়িতে পালাক্রমে পূজিতা ৺সিংহবাহিনী দেবীকে দর্শন করিতে শ্রীশ্রীঠাকুর একবার আসিয়াছিলেন। চাষা-ধোপা পাড়ার মল্লিকদের আর এক শরিকের বাড়িতেও শ্রীশ্রীঠাকুর এই দেবী দর্শনে গিয়াছিলেন — কথামৃতে ইহা উল্লিখিত আছে।