Surendranath Mitra brought Sri Sri Thakur to this place to show how photography is done. After showing him the technique of photography, a picture of Thakur was taken while he was standing in Samadhi state.
Category Archives: Central Kolkata
শ্রীশ্রীঠাকুর এই হরিসভায় নিমন্ত্রিত হইয়া হৃদয়ের সঙ্গে ভাগবত পাঠ শুনিতে আসিয়াছিলেন। পাঠ শুনিতে শুনিতে ভাবে আত্মহারা হইয়া শ্রীচৈতন্যের আসনে সমাধিস্থ অবস্থায় দণ্ডায়মান হন। বর্তমান ঠিকানা — কলুটোলা হরিভক্তি প্রদায়িনী সভা, ৩২-এ ফিয়ারস্ লেন, কলিকাতা-৭৩।
Sri Sri Thakur came to this house at least twice as has been mentioned in Kathamrita. Once he came here with Hriday between 1875 and 1877. This visit is mentioned in Kathamrita in the description of day 28th May 1884.
বর্তমান ঠিকানা ৮২ নং এবং ১২০ নং রবীন্দ্র সরণি, কলিকাতা-৭। সিঁদুরিয়া পটীর ব্রাহ্মসমাজের সাংবৎসরিক মহোৎসবে শ্রীশ্রীঠাকুর ২৬-১১-১৮৮২ এবং ২৬-১১-১৮৮৩ তারিখে এখানে শুভাগমন করিয়া ব্রাহ্মভক্তদের সহিত ভগবৎ প্রসঙ্গ ও আহারাদি করিয়াছিলেন। বর্তমানে এই বাড়িটি জৈন মন্দির। বাড়িটির সম্মুখের অংশ দোতলায় যেখানে শ্রীশ্রীঠাকুর আসিয়া ছিলেন সংস্কার করার পর — এখনও আছে।
Sri Sri Thakur came here with other devotees to attend Annakoot (meaning “mountain of rice and food” offered to Bhagwan Sri Krishna) festival being celebrated by the Marwari devotees during Diwali. He paid homage to the deity with peacock feather in the crown (Bhagwan Sri Krishna) and took Prasad (sacramental food having offered to the deity).
Sri Sri Thakur visited this house with the devotees in the evening of 28th November 1883. It has been described in Kathamrita how his presence, divine talks and singing of Bhajan (devotional song) cheered up the householder devotees. In the garden house of Jayagopal Sen in Belgharia (no.8 B T Road), Thakur met and conversed with Keshab Chandra Sen.
২০, শ্যামপুকুর স্ট্রীট। এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর শুভাগমন করিয়াছিলেন পুঁথিতে উল্লিখিত আছে। দক্ষিণেশ্বরে একদিন কালীপদ উপস্থিত হইলে, শ্রীশ্রীঠাকুর কলিকতায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখনই নৌকায় করিয়া ঠাকুর লাটুর সঙ্গে রওনা হন। পথে গঙ্গাবক্ষে কালীপদর জিহ্বায় মন্ত্র লিখিয়া দিয়া তাঁহাকে কৃপা করেন এবং তাঁহার বাড়িতে শুভাগমন করেন। ৺শ্যামা পূজা দিবসে প্রতি বৎসর এই বাড়িতে শ্রীশ্রীঠাকুরের স্মরণোৎসব হয়।
On 16-9-1884, Sri Ramkrishna visited Shibnath Shastris house in Rajabajar. As Shibnath was unavailable, he went to the Sadharon Brahmo Samaj temple, where he gave a divine discourse to the Brahmo devotees. However, he could not meet Shibnath that day.
As per the Gospel, Sri Ramakrishna graced this house twice by his visit, first on 27.12.1883 and the other on 25.6.1884, when he was invited to attend the Rath yatra festival. During his second visit, Mastar Mahashay introduced him with the second son of Ishanbabu, Shrishchandra.
- 1
- 2