Captain Vishwanath Upadhyay’s House on 25 Shyampukur Street
শ্যামপুকুর স্ট্রিটে কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের বাড়ি
কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় শ্যামপুকুর স্ট্রিটে তাঁহার বাড়িতে শ্রীশ্রীঠাকুরকে অনেকবার লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। স্বামী-স্ত্রী উভয়েই ভক্ত ছিলেন। তাঁহাদের নিকট ভগবৎ প্রসঙ্গ করিয়া শ্রীশ্রীঠাকুর তাঁহাদের বিশেষ কৃপা করিয়াছিলেন। ২রা এপ্রিল ১৮৮২ তারিখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথমে শ্যামপুকুর অঞ্চলে তাঁর ভক্ত ‘মোটা বামুন’ প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন এবং রাজাবাজারে কেশব চন্দ্র সেনের বাড়িতে যাওয়ার পূর্বে, নিকটেই অবস্থিত তাঁর নেপালী ভক্ত ‘কাপ্তেন ’ বিশ্বনাথ উপাধ্যায়ের শ্যামপুকুর স্ট্রিটের এই বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূর্বকথন প্রসঙ্গে তাঁর ভক্তদের নিকট ‘কাপ্তেন’ ও তাঁর পরিবারের সেবার প্রশংসা করিয়াছেন যাহার বিষয়ে শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের ১৯শে সেপ্টেম্বর ১৮৮৪ ও ১৩ই জুন ১৮৮৫ তারিখে উল্লেখিত হইয়াছে।
ঠিকানা : ২৫ , শ্যামপুকুর স্ট্রীট , কলিকাতা -৭০০০০৪