Picture of Nineteenth Century Calcutta Medical College visited by Thakur Sri Ramakrishna. (bold font)
ঠাকুরের পদরেণুধন্য উনবিংশ শতাব্দীর কলিকাতা মেডিকেল কলেজের ছবি।
Calcutta Medical College
Swami Saradananda has mentioned in ‘SriSri Ramakrishna Lilaprasanga that Thakur once visited Calcutta Medical College:
The Master said, “A bad smell was felt. Then I saw two figures in a comer of the room. Their appearance was hideous. Out of their bellies, the entrails were hanging down, and their faces, hands and feet were exactly like the human skeletons arranged in the Medical College, which I had seen sometime before.”
page 758. Sri Ramakrishna The Great Master (volume 2-Translation of Swami Jagadananda of the Bengali book ‘SriSri Ramakrishna Lilaprasanga’ by Swami Saradananda, published by Sri Ramakrishna Math, Chennai) – Swami Saradananda
কলিকাতা মেডিক্যাল কলেজ
‘শ্রীশ্রী রামকৃষ্ণলীলাপ্রসঙ্গে’ স্বামী সারদানন্দ উল্লেখ করিয়াছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার কলিকাতা মেডিকেল কলেজে গিয়েছিলেন :
“বিটকেল চেহারা, পেট থেকে বেরিয়ে পড়ে নাড়ি-ভুঁড়িগুলো ঝুলছে ; আর মুখ, হাত, পা মেডিকেল কলেজে যেমন একবার মানুষের হাড়গোড় সাজানো দেখেছিলাম (মানব-অস্থি-কঙ্কাল) ঠিক সেইরকম।”
– ঠাকুর শ্রীরামকৃষ্ণ
পৃষ্ঠা ১৪৯, শ্রীশ্রী রামকৃষ্ণলীলাপ্রসঙ্গ (দ্বিতীয় ভাগ- গুরুভাব – উত্তরার্ধ – একাদশ সংস্করণ, ৩৬তম পুনর্মুদ্রণ, May 2012) – স্বামী সারদানন্দ
ঠিকানা : মেডিকাল কলেজ, ৮৮, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলিকাতা – ৭০০ ০৭৩
পথনিৰ্দেশ : কলেজ স্ট্রিটে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কলুটোলা স্ট্রিটের পার্শ্বেই অবস্থিত কলিকাতা মেডিকাল কলেজের প্রবেশদ্বার। মেডিকাল কলেজের আরেকটি গেট চিত্তরঞ্জন এভিনিউের উপরে অবস্থিত যার সংলগ্নে ‘হসপিটাল ফর ট্রপিকাল ডিজিজেস’।