বড়বাজার — মারোয়াড়ী ভক্তের (তারাচাঁদ ঘনশ্যাম দাসের) বাড়ি
২০-১০-১৮৮৪ (২০শে অক্টোবর ১৮৮৪) তারিখে দ্বীপাবলি উৎসবের দিন (শ্যামাপূজার দুইদিন পরে) মারোয়াড়ী ভক্তদের অন্নকূট উৎসবে শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে এই বাড়িতে আসিয়াছিলেন। ওইদিন তিনি ৺ময়ূরমুকুটধারীর-বিগ্রহ দর্শন ও প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। (তথ্য : শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত ,অখণ্ড সংস্করণ উদ্বোধন কার্যালয়, পৃষ্ঠা ৬৭১ – ৬৭৮)
শ্রীরামকৃষ্ণ ৺ময়ূরমুকুটধারীর যে বিগ্রহ দর্শন করিয়াছিলেন, বর্তমানে সেই বিগ্রহ ভিতর বাড়ির চার তলায় নিত্য পূজিত হন।
বর্তমান ঠিকানা : ‘কালীর গুদাম’, ১৮ নং মল্লিক স্ট্রীট (পূর্বের ঠিকানা ১২ নং , মল্লিক স্ট্রীট , কলিকাতা – ৭০০ ০০৭)
পথ নির্দেশ : মহাত্মা গান্ধী রোডে (পূর্বের নাম হ্যারিসন রোড) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড়বাজার শাখার পার্শ্বে মল্লিক স্ট্রীটে প্রবেশ করিয়া সামান্য কিছুটা এগুলেই ডান পার্শ্বে এই পাঁচতলা বাড়িটি অবস্থিত, যেটি ‘কালীর গুদাম’ নামে খ্যাত, এই অঞ্চলে।