Burrabazar – Marwari devotee’s House

Burrabazar – Marwari Devotee’s (Tarachand Ghanashyam Das’s) Residence

Sri Ramakrishna sanctified the residence of the Marwari devotee by his visit on the occasion of the ‘Annakoot’ festival (literally, “mountain of rice and cooked food” first offered to the Deity and then distributed to the devotees) on 20th October 1884. The Marwari devotees celebrate this festival during Diwali (two days after the Shyama Puja, that year).*

Thakur had Darshan (auspicious sight) and paid obeisance to the Vigraha (Deity) Mayurmukutdhari (Bhagwan Sri Krishna with peacock feather on the crown). Later he partook of the Prasad (sacramental food having offered to the Deity) with other devotees on the roof of the house.

The Deity which was worshipped by Sri Ramakrishna, is now placed on the fourth floor of this house and worshipped daily.

* 637 to 641 (The Gospel of Sri Ramakrishna Vol.2- English Translation of Kathamrita by Swami Nikhilananda – Indian Edition, Twenty-fourth Print, January 2022)

Present address: ‘Kali Gudaam’, 18 Mallik Street.
Previous address: 12 Mallik Street Kolkata, 700007

Directions: After entering Mallick Street on Mahatma Gandhi Road (earlier Harrison Road) next to Burrabazar branch of State Bank of India, a little further on the right hand side is this five storied house, popularly known as ‘Kalir Gudam’, in this area.

বড়বাজার — মারোয়াড়ী ভক্তের (তারাচাঁদ ঘনশ্যাম দাসের) বাড়ি

২০-১০-১৮৮৪ (২০শে অক্টোবর ১৮৮৪) তারিখে দ্বীপাবলি উৎসবের দিন (শ্যামাপূজার দুইদিন পরে) মারোয়াড়ী ভক্তদের অন্নকূট উৎসবে শ্রীশ্রীঠাকুর ভক্তসঙ্গে এই বাড়িতে আসিয়াছিলেন। ওইদিন তিনি ৺ময়ূরমুকুটধারীর-বিগ্রহ দর্শন ও প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। *

শ্রীরামকৃষ্ণ ৺ময়ূরমুকুটধারীর যে বিগ্রহ দর্শন করিয়াছিলেন, বর্তমানে সেই বিগ্রহ ভিতর বাড়ির চার তলায় নিত্য পূজিত হন।

পৃষ্ঠা ৬৭১ – ৬৭৮ (শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত – প্রথম সংস্করণ [অখন্ড], ৩৪তম পুনর্মুদ্রণ, ২০১২)

বর্তমান ঠিকানা : ‘কালীর গুদাম’, ১৮ নং মল্লিক স্ট্রীট (পূর্বের ঠিকানা ১২ নং , মল্লিক স্ট্রীট , কলিকাতা – ৭০০ ০০৭)

পথ নির্দেশ : মহাত্মা গান্ধী রোডে (পূর্বের নাম হ্যারিসন রোড) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড়বাজার শাখার পার্শ্বে মল্লিক স্ট্রীটে প্রবেশ করিয়া সামান্য কিছুটা এগুলেই ডান পার্শ্বে এই পাঁচতলা বাড়িটি অবস্থিত, যেটি ‘কালীর গুদাম’ নামে খ্যাত, এই অঞ্চলে।

 

Thakur Sri Ramakrishna went up by this staircase

এই সিঁড়ি দিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরে গিয়াছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *