Brahmamoyee Kalimandir of the Pramaniks
Thakur Sri Ramakrishna came to the ancient Kalimandir of the De-Pramanik family situated on the Pramanik Ghat Road in Barahanagar. It has some relationship with the Bhavatarini idol and that is why this idol is known as ‘Masima’ (aunt).It has been mentioned in the book ‘Barahanagar-Alambazar Math’.
প্রামাণিকদের ব্রহ্মময়ী কালীমন্দির
বরাহনগরের প্রামাণিক ঘাট রোডের উপর দে-প্রামাণিক বংশীয়দের প্রাচীন কালীমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিয়াছিলেন। ভবতারিণী মূর্তির সহিত ইহার কোন সম্বন্ধ আছে; সেইজন্য এই মূর্তি ‘মাসিমা’ বলিয়া পরিচিতা। ‘বরাহনগর -আলমবাজার মঠ’ পুস্তকে ইহার উল্লেখ আছে।
ঠিকানা : ২২৫, প্রামাণিক ঘাট রোড, বরানগর, কলকাতা – ৩৬
পথনির্দেশ : বরানগর বাজারের কাছে কাশীপুর রোড থেকে পূর্ব-পশ্চিমে প্রামানিক ঘাট দিয়ে গঙ্গার দিকে অগ্রসর হলে, রাস্তার ডান দিকে তথা উত্তরে প্রামাণিকদের এই বিখ্যাত কালীবাড়ি।