Udyanbati (garden house) of Beni Madhab Pal in Sinthi

Ramakrishna Math built in 2001 as above is now a three-story building

বর্তমানে ত্রিতল রামকৃষ্ণ মঠ ভবন ২০০১ সালে একতলা ভবন ছিল

Udyanbati (Garden House) of Beni Madhab Pal in Sinthi :

It is mentioned in Kathamrita that Sri Sri Thakur visited this garden house of Brahmo devotee Sri Beni Madhab Pal thrice ( 28th October 1882, 22nd April 1883 and 19th October 1884) on the occasion of Sinthi Brahmo Samaj festivals.
During those days of festivities, Thakur used to enter into Samadhi while singing Kirtan or describing glories of God to the Brahmo devotees.

Later, 18 bighas (about 11acres) of land of this Udyanbati including the Samajgriha and the large pond have changed hands, converted into small plots and buildings have been constructed. By the sincere efforts of the local devotees, an altar has been made on one and half katha (0.0465 acre) of land of Samaj Prangan.

In 2001, Ramakrishna Math was started on the land where stood the Udyanbati of Sri Beni Madhab Pal and it remained under the direct supervision of the Belur Math trustees till 2011 and thereafter it has been made a full fledged branch centre of Ramakrishna Math, Belurmath.

Address : 13 C Samar Sarani, Sinthi, Kolkata – 700 050

সিঁথিতে বেণী মাধব পালের উদ্যানবাটি (বাগান বাড়ি) :

শ্রীশ্রীঠাকুরের এখানে ব্রাহ্মসমাজের উৎসবে তিনবার শুভাগমনের কথা কথামৃতে উল্লেখ আছে (২৮-১০-১৮৮২, ২২-৪-১৮৮৩ ও ১৯-১০-১৮৮৪)। এইসব দিনের উৎসবে বহু ব্রাহ্মভক্তের সঙ্গে ভগবৎপ্রসঙ্গ ও কীর্তনাদি করিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন | পরবর্তীকালে, এই উদ্যানবাটীটির সমাজগৃহ, সরোবর, উদ্যানসমেত ১৮ বিঘা জমি হস্তান্তরিত হইয়া বিভিন্ন প্লটে অনেক নতুন বাড়ি নির্মিত হইয়াছে। স্থানীয় ভক্তদের একান্ত প্রচেষ্টায় সমাজ প্রাঙ্গণের একটি অংশে দেড় কাঠা জমিতে একটি বেদী নির্মিত হইয়াছে।

২০০১ সালে সিঁথির এই বেনী পাল উদ্যানে রামকৃষ্ণ মঠের একটি কেন্দ্রের সূচনা হইয়াছিল এবং এই কেন্দ্রটি ২০১১ সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের ট্রাস্টির পরিচালনাধীন ছিল। ২০১১ সাল হইতে এই কেন্দ্রটি এখন রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের একটি পূর্ণাঙ্গ শাখা কেন্দ্র।

ঠিকানা : ১৩ সি, সমর সরণি, সিঁথি, কলিকাতা – ৫০

বেণী মাধব পালের উদ্যানবাটিতে ব্রাহ্মসমাজের উৎসবে যোগদান করিতে আসিয়া যে স্থানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়াছিলেন, সেই স্থানে তাঁহার মর্মর মূর্তি স্থাপনা করা হইয়াছে

Beni Madhav Pal’s Garden House in Sinthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *