Bengal Photographers’ Studio at Radhabazar
This photo of Thakur Sri Ramakrishna is his Second photo, which was shot at Bengal Photographer’s Studio in Radhabazar (Near Dalhousie Square, Calcutta) on 10th December 1881.
ঠাকুর শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় আলোকচিত্রটি ১০ই ডিসেম্বর ১৮৮১ সালে ডালহৌসি স্কোয়ারের নিকট রাধাবাজারে অবস্থিত বেঙ্গল ফটোগ্রাফার্স-এর স্টুডিওতে তোলা হয়।
রাধাবাজারে বেঙ্গল ফটোগ্রাফার্স স্টুডিও
শ্রীশ্রীঠাকুরকে সুরেন্দ্রনাথ মিত্র এখানে ফটো তোলা কিরূপে হয় দেখাইবার পর শ্রীশ্রীঠাকুরের দণ্ডায়মান ও সমাধিস্থ অবস্থায় ফটো তোলেন। এইটি শ্রীশ্রীঠাকুরের দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রটি কমল কুটিরে শ্রী কেশব চন্দ্র সেনের উদ্যোগে ২১শে সেপ্টেম্বর ১৮৭৯ সালে তোলা হয়েছিল। এই দ্বিতীয় চিত্রটি তোলা হয়েছিল ১০ই ডিসেম্বর, ১৮৮১ সালে।