Beltala
Here Brahmani established the seat of Panchamundi (heads of five animals viz., human, serpent, dog, bull and jackal) and guided Sri Sri Thakur to perform all the 64 tantric kriyas (practices). This seat for tantric practice was later demolished. Now the place is surrounded by a cement altar. Apart from all these places, Master Mahasaya (Sri M – author of Kathamrita) in the description of Dakshineswar-Kalibari, has also given the details of Hanspukur (pond for the ducks), Gazipukur, Bakultala (Indian Medlar), Bhandar (store room) and the residential places for the employees.
In 1861, Thakur’s Guru of Tantra-Sadhana Bhairavi Brahmani came to Dakshineswar by a boat and alighted from boat at Bakultala Ghat. Thakur mastered all the 64 ways of Tantra under her guidance in Beltala.
ঠাকুরের তন্ত্রসাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী ১৮৬১সালে নৌকাযোগে দক্ষিণেশ্বরের বকুল-ঘাটে অবতরণ করেন। বেলতলায় তিনি ঠাকুরকে তন্ত্রের সাধন করাইয়াছিলেন।
বেলতলা
পঞ্চবটীর আরো উত্তরে ঝাউতলা এবং ঝাউতলার পূর্বকোনে এই বেলতলা যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম সাধনস্থল। ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবী এখানে পঞ্চমুণ্ডীর আসন (নর, সর্প, সারমেয়, বৃষ ও শৃগাল এই পঞ্চপ্রাণীর মুণ্ড) স্থাপন করিয়া ছিলেন এবং ওঁর তত্ত্বাবধানে শ্রীশ্রীঠাকুর ৬৪ প্রকার তন্ত্রের সাধন করিয়াছিলেন। এই সাধনবেদী পরে ভাঙ্গিয়া দেওয়া হয়। এখন স্থানটিতে সিমেন্টের বেদী করিয়া ঘিরিয়া রাখা হইয়াছে। এখান থেকে পূর্ব দিকে যাইতে আরেকটি ফটক আছে। এই ফটক দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর গ্রামে , আড়িয়াদহ প্রভৃতি অঞ্চলে যাতায়াত করিতেন। এই সব ক্ষেত্র ব্যতীত দক্ষিণেশ্বর-কালীবাড়ির বর্ণনাতে হাঁসপুকুর, গাজীপুকুর, বকুলতলা, ঝাউতলা, কর্মচারীদের থাকিবার স্থান প্রভৃতির বিবরণও মাস্টারমহাশয় দিয়াছেন।