Barrackpore – Chanke Annapurna Temple

Barrackpore Chanke Annapurna Temple

On 12th April 1875, Smt. Jagadamba, the pious wife of Mathur Babu established this temple at Chanke located in the southern part of Barrackpore on the bank of the river Ganges.The Annapurna Vigraha (image of deity Annapurna) was installed in the temple. Sri Sri Thakur went there during the consecration (image placement inside the temple) ceremony.

ব্যারাকপুর চানকে অন্নপূর্ণা মন্দির

ব্যারাকপুরের দক্ষিণে গঙ্গাতীরবর্তী চানকে এই মন্দির ১৮৭৫ খ্রীষ্টাব্দের ১২ই এপ্রিল মথুরবাবুর ভক্তিমতী স্ত্রী শ্রীমতী জগদম্বা বিশ্বাস কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মন্দিরমধ্যে ৺অন্নপূর্ণা বিগ্রহ স্থাপিত হইয়াছিল। এই মন্দির প্রতিষ্ঠা কার্যের সময় শ্রীশ্রীঠাকুর সেখানে উপস্থিত ছিলেন।

ঠিকানা  :৺অন্নপূর্ণা মন্দির,  পার্ক রোড, পোস্ট অফিস- তালপুকুর,ব্যারাকপুর, জেলা- উত্তর ২৪ পরগনা

পথ নির্দেশ : টিটাগড় ও ব্যারাকপুরের সংযোগস্থলে বিটি রোডে বাস রাস্তায় গান্ধীঘাট স্টপেজ থেকে যে রাস্তাটি গঙ্গার দিকে গিয়েছে সেই রাস্তা দিয়ে সরাসরি পার্ক রোডে যাওয়া যায়। পার্ক রোড থেকেই ৺অন্নপূর্ণা মন্দিরের প্রবেশপথ এবং গঙ্গার তীরে রানী রাসমণি ঘাট, যার কিছু উত্তরেই ব্যারাকপুরের গান্ধী ঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *