Bhagwat Acharya’s Pathbari, Barahanagar

Bhagwat Acharya’s Pathbari (house where one recites and explain Srimad Bhagavatam), Barahanagar

Thakur visited and graced this famous Pathbari of Vaishnavism. It is mentioned in the fifteenth volume of Sri-Ma-Darshan. Since Thakur used to visit most of the temples in the Barahanagar region, it was likely that he visited this sacred ashrama too. Sri Raghunath Upadhaya once read and explained Srimad Bhagavatam to Mahaprabhu Sri Chaitanyadev in his Bhajan-Kutir (name of a religious place or residence of mainly Gaudiya ascetic) at this place. Mahaprabhu was fascinated by his divine narration and gave him the title of ‘Bhagavat-Acharya’.

ভাগবত আচার্যের পাটবাড়ি, বরাহনগর

 বৈষ্ণবদের বিখ্যাত এই পাটবাড়িতে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। শ্রীম-দর্শন গ্রন্থের পঞ্চদশ ভাগে ইহার উল্লেখ আছে। যেহেতু ঠাকুর বরাহনগর অঞ্চলের অধিকাংশ দেবালয়েই যাতায়াত করিয়াছিলেন সেজন্য এই পবিত্র আশ্রমে তাঁহার আগমন স্বাভাবিক। শ্রীরঘুনাথ উপাধ্যায় একবার এই স্থানে মহাপ্রভু চৈতন্যদেবকে তাঁহার ভজন কুটিরে ভাগবত পাঠ ও ব্যাখ্যা শুনাইয়াছিলেন। মহাপ্রভু তাঁহার পাঠে মুগ্ধ হইয়া তাঁহাকে ‘ভাগবতাচার্য’ উপাধি দিয়াছিলেন। যেহেতু নতুন আশ্রমটি ১৯২৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হইয়াছিল, সেইজন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পূর্বে অর্থাৎ ১৮৮৬ সালের পূর্বে কোন এক সময়, এই একই স্থানে অবস্থিত পুরাতন পাঠবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইয়াছিল।

ঠিকানা : “শ্রী শ্রী পাঠবাড়ি আশ্রম ”, ১২ পাঠবাড়ী লেন, বরানগর, কলকাতা-৩৫

পথনির্দেশ : বরানগর বাজারের অদূরে অম্বিকা মুখার্জি লেনে প্রবেশ করে ডান দিকে মহারাজ নন্দকুমার রোডে  (সাউথ এবং নর্থ ) ধরে এগিয়ে গেলে বাঁদিকে পাটবাড়ি লেনে এই আশ্রম। বরানগরের তাঁতিপাড়া মোড় থেকে দক্ষিণে রাজকুমার মুখার্জি রোড ও মহারাজ নন্দকুমার রোড (নর্থ) দিয়েও এখানে আসা যায়‌।

Wooden Sandals of Mahaprabhu Sri Chaitanyadev in Bhagwat Acharya’s Pathbari

ভাগবত আচার্যের পাঠবাড়িতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের ব্যবহৃত কাষ্ঠপাদুকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *