Dasha-Mahavidya Temple at Cossipore
Sri Sri Thakur came to visit this temple with Mathur Babu and made arrangements for daily bhoga (sacred offerings) of Goddess. Later also he used to visit this temple from time to time.
কাশীপুরে দশমহাবিদ্যার মন্দির
শ্রীশ্রীঠাকুর মথুরবাবুর সহিত এই দেবালয় দর্শন করিতে আসিয়া ৺দেবীর ভোগের জন্য মাসিক বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। পরবর্তী কালেও তিনি মধ্যে মধ্যে এখানে দর্শন করিতে আসিতেন। মন্দিরের ভেতরের দেয়ালে লিখিত, “কাশীপুরের সর্বজনবিদিত প্রাচীন শ্রী শ্রী দশমহাবিদ্যা ও শ্রী শ্রী অনাদিশ্বর মহাদেব।এই দেবালয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়েদের দর্শন করিতে আসিতেন”।
ঠিকানা : ৮/এ , চন্দ্রকুমার রায় লেন, কাশীপুর, কলকাতা-২
পথনির্দেশ : উত্তর কলকাতার কাশীপুর রোডে অবস্থিত নর্থ সুবারবান হসপিটালের বিপরীতে রতন বাবু রোড ধরে গঙ্গার দিকে গেলে, ডান দিকের রাস্তা ধারেই এই মন্দির।