Bali – Harisabha at Kalachand Mukherjee’s House
Sri Sri Thakur went to many places to listen to Srimad Bhagavat Path (recital), Bhagavat Leela Kirtan and Jatra (folk theatre). It is mentioned in Sri Sri Ramakrihna-Punthi that he attended Harisabha at devotee Kalachand Mukhopadhya’s house in Bali and joined the recital of Srimad-Bhagavatam and singing of Kirtan.
বালি কালাচাঁদ মুখোপাধ্যায়ের বাড়িতে হরিসভা –
শ্রীশ্রীঠাকুর শ্রীমদ্ভাগবত পাঠ, ভগবৎ লীলাবিষয়ক কীর্তন বা যাত্রা শ্রবণের জন্য হরিসভা প্রভৃতি অনেক স্থলে গিয়াছিলেন। বালীতে ভক্ত কালাচাঁদ মুখোপাধ্যায়ের গৃহে হরিসভায় শ্রীমদ্ভাগবত পাঠ ও কীর্তনে যোগ দিয়াছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথিতে উল্লিখিত আছে।পরবর্তীকালে কালাচাঁদ বাবুর বংশধরগণ এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন।
ঠিকানা : ২১,পঞ্চানন তলা রোড, বালি, হাওড়া-৭১১২০১
পথ নির্দেশ : বালির নিমতলার কাছে পঞ্চাননতলা রোড থেকে পশ্চিমে কিছুটা এগুলেই ডান দিকে একটি সরু গলির শেষ প্রান্তে এই পুরনো দোতলা বাড়ি।