Balaram Bose’s House

Balaram Bose’s House

7 Girish Avenue, Kolkata – 3, now known as ‘Balaram Mandir’
 
Sri Sri Thakur has sanctified this house by his holy visits of more than a hundred times and used to stay overnight at times. Thakur could take very pure food served with utmost reverence and devotion at Balaram’s house. This house, in numerous occasions, has witnessed Thakur’s divine manifestation while meeting devotees, participating in Samkirtan (community singing of hymns), pulling Chariot during festival or passing into divine ecstasy etc. Thakur used to describe this house as his Kella (fort). In 2002, it became a branch centre of Ramakrishna Mission.

In Balaram Bose’s house, Thakur used to sit in this drawing room

বলরাম বসুর বাড়ির এই বৈঠকখানায় ঠাকুর বসিতেন

বলরাম বসুর বাড়ি

‘বলরাম মন্দির’ নামে বর্তমানে খ্যাত। শ্রীশ্রীঠাকুর শতাধিকবার এই বাড়িতে শুভাগমন করিয়া মধ্যে মধ্যে রাত্রি বাস করিয়াছেন। ভক্তসঙ্গে মিলন, বলরামের শুদ্ধ অন্ন গ্রহণ, রথযাত্রা উৎসবে সংকীর্তন, বিভিন্ন সময়ে ঈশ্বরীয় প্রসঙ্গ, ভাবাবেশে ভক্তদের প্রতি কৃপা, সমাধি, প্রভৃতি শ্রীশ্রীঠাকুরের বহুলীলা এই বাড়িতেই প্রকটিত হইয়াছিল। ঠাকুর এই বাড়িকে তাঁর ‘কেল্লা’ বলিতেন। বর্তমানে এই বাড়িটির বর্হিভাগ রামকৃষ্ণ মঠের সাধুদের দ্বারা গঠিত পৃথক ট্রাস্টীগণের পরিচালনাধীন। ঠিকানা — ৭ নং গিরিশ অ্যাভিনিউ, কলি-৩।

Balaram Bose
(December 1842 – 13 April 1890)

বলরাম বসু
(ডিসেম্বর ১৮৪২ – ১৩ই এপ্রিল ১৮৯০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *