Balaram Mandir
Sri Ramakrishna sanctified Balaram Basu’s house (a prominent lay disciple and a rasaddar or supplier of material needs) in the Baghbazar region of Kolkata more than 100 times during the period 1882-1885. It is to be noted that this is the only householder’s residence, where Sri Ramakrishna visited so many times, and even stayed overnight. He often used to say, “Lord Jagannath is daily worshipped in Balaram’s house – his food is very pure.”
Sri Ramakrishna first visited Balaram Basu’s house on 11.3.1882. Upon Balaram Basu’s fervent request, he agreed to be present during the purnayatra (return car festival) celebrations held on 3.7.1884 and again next year during the ‘Rathayatra’ or ‘car festival’ on 14.7.1885. On both these occasions, Sri Ramakrishna engaged in spiritual discussions with the devotees, participated in Samkirtan (community singing of hymns) and pulling the Chariot of Lord Jagannath. In the year 1885, during the car festival, Sri Ramakrishna stayed at Balaram Basu’s house for three consecutive days, from 13th to 15th July 1885. The house is a witness to several of Sri Ramakrishna’s divine play – his spiritual ecstasy, his dancing, spiritual discussions with devotees, passing into divine ecstasy etc. Sri Ramakrishna used to describe this house as his Kella (fort).
When Sri Ramakrishna had to leave Dakshineshwar for relocation to Kolkata for the treatment of throat cancer, he stayed at Balaram Basu’s house for 7 days, from 26.9.1885 to 2.10.1885. It was from here that he was relocated to Shyampukur Bati on 2.10.1885, and was finally shifted to Cossipore garden house, where he spent his last days. All these events have been well recorded in authentic sources like Sri Ramakrishna Kathamrita, Sri Ramakrishna Punthi, Sri Ramakrishna Lilaprasanga, Sri Ramakrishna Bhaktamalika and Sri-Ma-Darshan.
Even after Sri Ramakrishna left his mortal frame on 16th August 1886, this house remained as one of the favourite places of refuge for his renunciant and householder devotees. It was at this holy place that Swami Vivekananda founded the Ramakrishna Mission on 1st May 1897. In 1922, this house was renamed as the ‘Balaram Mandir’. The outer part of this house was then managed by separate trustees formed by the monks of the Ramakrishna Math. Since 2002, Balaram Mandir has become one of the branch centres of the Ramakrishna Math, Belur Math.
Address : Ramakrishna Math (Balaram Mandir) 7, Girish Avenue, Baghbazar, Kolkata -3
Directions : Balaram Mandir, in Bagbazar area of North Kolkata, is located at the western junction of Girish Avenue and Ramkanta Basu Street in Rajvallabhpara.

In Balaram Bose’s house, Thakur used to sit in this drawing room
বলরাম বসুর বাড়ির এই বৈঠকখানায় ঠাকুর বসিতেন



বলরাম মন্দির
ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদদার রূপে চিহ্নিত এবং তাঁহার গৃহীভক্তদের অন্যতম বলরাম বসুর বাগবাজারের বাড়িতে শ্রীরামকৃষ্ণ শতাধিকবার শুভাগমন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, তাঁহার আর কোন গৃহীভক্তের বাড়িতে এতবার পদার্পণ করেন নাই। বলরাম-মন্দিরকে তিনি তাঁহার ‘কেল্লা’ বলে অভিহিত করিয়াছেন। ঠাকুর বলিতেন : “বলরামের বাড়িতে ৺জগন্নাথের নিত্যসেবা আছে, তার অন্ন শুদ্ধ অন্ন।”
১৮৮২ সালের ১১ই মার্চ, শ্রীরামকৃষ্ণ সর্বপ্রথম এই বলরাম ভবনে পদার্পণ করিয়াছিলেন। ভক্তপ্রবর বলরাম বসুর আমন্ত্রণে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ১৮৮৪ সালের ৩রা জুলাই রথের পুনর্যাত্রা দিবসে এবং তাহার পরের বৎসর, ১৮৮৫ সালের ১৪ই জুলাই রথযাত্রার দিবসে ভক্তসঙ্গে রথের সম্মুখে কীর্তন, নৃত্যাদি ও রথ টানিয়াছিলেন। ১৮৮৫ সালের রথযাত্রা উপলক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ১৩, ১৪ ও ১৫ই জুলাই বলরাম মন্দিরে ৩ দিন অবস্থান করিয়াছিলেন।
নৃত্য, গীত, কীর্তন,ধর্মপ্রসঙ্গ, ভাবসমাধি, ভাবাবেশে ভক্তদের কৃপা প্রভৃতি শ্রীরামকৃষ্ণ-লীলার বহু দৃশ্যের সাক্ষী এই বলরাম-মন্দির।
১৮৮৫ সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার শেষ অসুখের সময় শ্যামপুকুর বাটী ও কাশীপুরের উদ্যানবাটীতে রাত্রিবাস করা ছাড়া কলিকাতায় একমাত্র বলরাম বসুর এই বাড়িতেই রাত্রিবাস করিয়াছিলেন। ওই বৎসরের (১৮৮৫ ) ২৬ শে সেপ্টেম্বর থেকে ৭ দিন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে অবস্থান করিয়াছিলেন এবং এখানে হইতেই ২রা অক্টোবর ১৮৮৫ তিনি শ্যামপুকুর বাটিতে শুভাগমন করিয়াছিলেন। এই সকল ঘটনার উল্লেখ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা ও শ্রীমদর্শন প্রভৃতি বিভিন্ন প্রামানিক গ্রন্থে সবিস্তারে বর্ণিত হইয়াছে।
১৮৮৬ সালের ১৬ই আগস্ট, শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পরেও তাঁর ত্যাগী ও গৃহী ভক্তদের অন্যতম আশ্রয়স্থান ছিল এই বলরাম-মন্দির। এই পবিত্রস্থানেই, ১৮৯৭ সালের ১লা মে, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করিয়াছিলেন। ১৯২২ সালে শ্রীরামকৃষ্ণের গৃহীভক্ত বলরাম বসুর এই গৃহ ‘বলরাম ভবনের’ নাম ‘বলরাম মন্দির’ দেওয়া হইয়াছে। এই বাড়িটির বহির্ভাগটি তখন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের দ্বারা গঠিত পৃথক ট্রাস্টিগণের পরিচালনাধীন ছিল এবং ২০০২ সাল হইতে বলরাম মন্দির রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের অন্যতম শাখাকেন্দ্র।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের শতাধিক শুভাগমনে ধন্য এই বলরাম ভবনটি একইভাবে শ্রীমা সারদা দেবীরও পদধূলিধন্য এবং স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী তুরীয়ানন্দ প্রমুখ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদেরাও বিভিন্ন সময়ে এই বলরাম মন্দিরে অবস্থান করিয়াছেন। সেইজন্য রামকৃষ্ণ ভাবান্দোলনে এই বাড়ির ভূমিকা অনন্য।
বর্তমান ঠিকানা : রামকৃষ্ণ মঠ ( বলরাম মন্দির ) ৭, গিরিশ এভিনিউ, বাগবাজার, কলিকাতা – ৩
পথ নির্দেশ : উত্তর কলিকাতার বাগবাজার অঞ্চলে রাজবল্লভপাড়ায় গিরিশ এভিনিউ ও রামকান্ত বসু স্ট্রীটের পশ্চিম দিকের সংযোগস্থলে অবস্থিত বলরাম মন্দির।

Balaram Bose
(December 1842 – 13 April 1890)
বলরাম বসু
(ডিসেম্বর ১৮৪২ – ১৩ই এপ্রিল ১৮৯০)

