Author Archives: HolyTrioFootPrints Admin

Captain Vishwanath Upadhyay’s House at Shyampukur

Captain took Sri Sri Thakur many times to his house and served him with great devotion. Both husband and wife were Thakur’s devotees. Sri Sri Thakur bestowed special grace on them by discussing Bhagavat. Sri Sri Thakur mentioned and commended their devotion and service to his other devotees.

Mahendra Mukherjee’s Flour Mill – Hatibagan

স্টার থিয়েটারে চৈতান্যলীলা দর্শনের জন্যে মহেন্দ্র মুখুজ্জের ময়দার কলে শ্রীশ্রীঠাকুর ২১-৯-১৮৮৪ তারিখে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করিয়াছিলেন। থিয়েটারে অভিনয় দর্শনের পর দক্ষিণেশ্বরে ফিরিবার পথে এখানে মহেন্দ্রবাবু শ্রীশ্রীঠাকুরকে সযত্নে খাওয়াইয়াছিলেন।

Brahmamoyee Kalimandir of the Pramaniks

বরাহনগরের প্রামাণিক ঘাট রোডের উপর দে-প্রামাণিক বংশীয়দের প্রাচীন কালীমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিয়াছিলেন। ভবতারিণী মূর্তির সহিত ইহার কোন সম্বন্ধ আছে; সেইজন্য এই মূর্তি ‘মাসিমা’ বলিয়া পরিচিত। পূর্বোক্ত পুস্তকে উল্লিখিত।

Panihati

Panihati is on the banks of the Ganges north of Dakshineswar. At the direction of Prabhu Nityananda, Vaishnava Raghunath Das started Chida Utsava or Chipped Rice Festival (Chida-dahi Utsava is celebrated to commemorate the meeting of Srila Raghunatha Das Goswami with Sri Nityananda Prabhu when they met for the first time in Panihati). It is celebrated on the thirteenth day of the bright moon in the month of Jyeshta (in May-June period of the year).

Monmohan Mitra’s House

২৩ নং সিমুলিয়া স্ট্রীটের এই বাড়িতে শ্রীশ্রীঠাকুর শুভাগমন করিয়াছিলেন। ৩-১২-১৮৮১ তারিখে এই বাড়িতে কেশব সেন ও অন্যান্য ভক্তদের সঙ্গে ভগবৎ প্রসঙ্গ ও কীর্তনানন্দের পরে আহারাদি করিয়াছিলেন — কথামৃতের পরিশিষ্টে ইহার বিবরণ আছে। কলিকাতায় আসিলে এখানে শ্রীশ্রীঠাকুর কিছুক্ষণ বিশ্রাম করিয়া অন্যত্র যাইতেন। বর্তমানে বাড়িটির হস্তান্তর হইয়াছে।