Author Archives: HolyTrioFootPrints Admin

Jorasanko Harisabha

শ্রীশ্রীঠাকুর এখানে কীর্তন শুনিতে আসিয়াছিলেন। ১৮-১২—১৮৮৩ তারিখে তিনি স্বমূখে তাঁহার সমাধিস্থ অবস্থায় দেহত্যাগের সম্ভাবনার কথা উল্লেখ করিয়াছিলেন।

Adi Brahmo Samaj

বর্তমান ঠিকানা — ৫৫/১ রবীন্দ্র সরণি, কলিকাতা-৭। ১৮৬৪ খ্রীষ্টাব্দে মথুরবাবুর সহিত শ্রীশ্রীঠাকুর এখানে আসিয়া কেশব সেনকে বেদীর উপর ধ্যানস্থ অবস্থায় দেখিয়াছিলেন।

Maharshi Debendranath Tagore’s House in Jorasanko

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি — বর্তমান ঠিকানা ৬/৪, দ্বারকানাথ ঠাকুর রোড, কলিকাতা-৭। মথুরবাবুর সঙ্গে শ্রীশ্রীঠাকুর এই বাড়িতে মহর্ষির সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। ঠিক কোন ঘরে সাক্ষাৎ হইয়াছিল তাহা এখন জানা যায় না। ২৬-১০-১৮৮৪ তারিখে কথামৃতে এই প্রসঙ্গ আছে। বর্তমানে এই বাড়িটি ও অন্যান্য বাড়িগুলি রবীন্দ্র সোসাইটি ও রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্ম কেন্দ্র।

Jaygopal Sen’s House – Bara Bazar

Sri Sri Thakur visited this house with the devotees in the evening of 28th November 1883. It has been described in Kathamrita how his presence, divine talks and singing of Bhajan (devotional song) cheered up the householder devotees. In the garden house of Jayagopal Sen in Belgharia (no.8 B T Road), Thakur met and conversed with Keshab Chandra Sen.

Hatkhola

বারোয়ারী মেলায় একদিন সকালে নীলকণ্ঠের ভক্তিমাখা কৃষ্ণলীলা গীত শুনিতে শ্রীশ্রীঠাকুর ভক্তগণ সঙ্গে গিয়াছিলেন — পুঁথিতে ইহার উল্লেখ আছে।